Thikana News
০৪ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

ক্যাবান এনওয়াইপিডি’র ভারপ্রাপ্ত কমিশনার

ক্যাবান এনওয়াইপিডি’র ভারপ্রাপ্ত কমিশনার
নিউইয়র্ক সিটির জন্য পছন্দ মত পুলিশ কমিশনার খুঁজে পাচ্ছেন না মেয়র এরিক অ্যাডামস। ১ জুলাই শনিবার থেকে ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন ডেপুটি কমিশনার এডওয়ার্ড এ. ক্যাবান। দক্ষতা দেখাতে পারলে তাকেই কমিশনার করা হতে পারে। 
এর আগে কিচেন্ট সিওয়েলকে নিউইয়র্ক সিটির প্রথম নারী পুলিশ কমিশনার হিসাবে নিয়োগ দিয়েছিলেন মেয়র অ্যাডামস। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি না হওয়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে মাত্র দেড় বছরের মাথায় পদত্যাগ করেন তিনি। কমিশনার হিসাবে নিয়োগ পাওয়ার আগে তিনি নিউইয়র্কের নাসাউ কাউন্টির ডিটেকটিভ প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। 
বর্তমান ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এডওয়ার্ড এ. ক্যাবান ১৯৯১ সালে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে একজন পুলিশ অফিসার হিসাবে সাউথ ব্রঙ্কসের রাস্তায় টহল দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তিনি সার্জেন্ট পদে ১৯৯৪ সালে এবং ১৯৯৯ সালে লেফটেন্যান্ট পদে উন্নীত হন।
ভারপ্রাপ্ত কমিশনার কাবান ২০০৫ সালে ক্যাপ্টেন পদে পদোন্নতির মাধ্যমে নির্বাহী পদে প্রবেশ করেন। ২০০৬ সালে ২৫ প্রিসিন্টের কমান্ডিং অফিসার হিসাবে নির্বাচিত হওয়ার আগে তিনি পূর্ব হারলেমের ২৩ প্রিসিঙ্কটের নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০৮ সালে তিনি ডেপুটি ইন্সপেক্টর পদে উন্নীত হন এবং প্যাট্রোল বরো ব্রুকলিন নর্থের অ্যাডজুট্যান্ট হিসাবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি অনেক জননিরাপত্তা প্রোগ্রাম তত্ত্বাবধান করেন। ২০১৫ সালে তিনি ইন্সপেক্টর পদে উন্নীত হন। ২০২২ সালে ক্যাবান নিউইয়র্ক পুলিশের প্রথম ডেপুটি কমিশনার হিসাবে নিয়োগ পান। 
ভারপ্রাপ্ত কমিশনার ক্যাবান সেন্ট জনস ইউনিভার্সিটি থেকে ফৌজদারি বিচারে বিজ্ঞানের স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি বিবাহিত এবং দুটি সন্তানের জনক। তার বাবা, জুয়ান ছিলেন একজন নিউইয়র্ক সিটি ট্রানজিট পুলিশের গোয়েন্দা, যিনি ট্রানজিট পুলিশ হিস্পানিক সোসাইটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
 

কমেন্ট বক্স