ছন্দা বিনতে সুলতান : যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা ফোরর্থ অব জুলাই উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরাও। এ উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। তারমধ্যে ছিলো জাতীয় পাতাকা উত্তোলন, আতশবাজি, কেক কাটা, বারবিকিউ পার্টি, আলোচনা।
নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিত বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ব্রঙ্কসের উদ্যোগে উত্তর আমেরিকা গত ৪ জুলাই পার্কচেস্টারে জাকজমকপূর্ণ পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।
মূলধারার রাজনীতিক ও আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন রেজা আব্দুল্লাহ স্বপন। বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিস হাসান আলী, ইমরান রন শাহ, খলিল ফুডসের কর্ণধার মো. খলিলুর রহমান, কাজী রবিউজ্জামান, নুরে আলম জিকু, জগলুল চৌধুরী, জাকির চৌধুরী সিপিএ, শেখ জামাল হোসেন, সারোয়ার চৌধুরী, এম ইসলাম মামুন, আকতারুজ্জামান হ্যাপি, নুরুল ইসলাম, মুকিত চৌধুরী, নুরুল ইসলাম, আবু তাহের, জালাল চৌধুরী, মিয়া মোহাম্মদ দাউদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা যেমন বাংলাদেশি, তেমনি গর্বিত আমেরিকান। বিশ্বের যে প্রান্তে আমরা যাই, সেখানে আমেরিকান পাসপোর্টকে সবাই সর্বোচ্চ সম্মান দেখায়। আমেরিকান হিসেবে আমরা যে ধরনের সুযোগ-সুবিধা ভোগ করি, তা বিশ্বের কোথাও নেই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদেরকে আমরা যেমন স্মরণ করি, তেমনি আমেরিকার স্বাধীনতায় যারা আত্মত্যাগ করেছেন, তাদেরকেও আমরা স্যালুট জানাই।
জর্জিয়ায় বাংলাদেশিদের বারবিকিউ পার্টি : যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে জর্জিয়ায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বারবিকিউ পার্টির আয়োজন করা হয়। গত ৯ জুলাই রোববার স্থানীয় লাকি সোলস পার্কে এ ব্যতিক্রমি অনুষ্ঠানের আয়োজন করেন জর্জিয়া প্রবাসী দিদারুল আলম গাজী। তিনি এক সময় জর্জিয়া আওয়ামী লীগের সভাপতিও ছিলেন। বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই বারবিকিউ পার্টিতে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও যুক্তরাষ্ট্রের স্থানীয় অধিবাসীর অনেকেই অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ উপভোগ্য চিকেন বারবিকিউ ছাড়াও ছিল বিভিন্ন মৌসুমি ফল। বাগেরহাটের রামপালের অধিবাসী দিদারুল আলম গাজী দীর্ঘ দিন যাবত জর্জিয়ায় পরিবার নিয়ে বসবাস করছেন। মহামারী করোনার দু’বছর ব্যতিত দীর্ঘ দিন যাবৎ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনে ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করে আসছেন তিনি।
বাংলাদেশে পালিত হলো আমেরিকার স্বাধীনতা দিবস : গত ৪ জুলাই বাংলাদেশি আমেরিকানদের উদ্যোগে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মত বাংলাদেশে পালিত হলো আমেরিকার স্বাধীনতা দবিস। ঢাকার বনানীতে অবস্থিত ক্লাব নটর ড্যামিয়ানস বাংলাদেশ লিমিটেডের হল রুমে সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়। অনুষ্ঠান সূচিতে ছিল জাতীয় সংগীতের মাধ্যমে দুই দেশের পতাকা উড্ডয়ন, আমেরিকার পতাকা সম্বলিত কেক কাটা, আমেরিকার স্মৃতি বর্ণনা করা ও ডিনার।
অনুষ্ঠানটি বর্তমানে ঈদ উপলক্ষে সারা বাংলাদশে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করা ব্যাপক সংখ্যক বাংলাদেশিদের মধ্যে আগ্রহের সৃষ্টি করে। সময় স্বল্পতার কারণে আসতে না পারলেও দূর থেকে অনেকে টেলিফোনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
উল্লেখ্য, পহেলা বৈশাখ, একুশে ফেব্রুয়ারি, বিজয় দিবসসহ বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠান নিয়মিতভাবে আমেরিকার বিভিন্ন প্রান্তে উদযাপিত হলেও বাংলাদেশি আমেরিকানদের উদ্যোগে এটাই প্রথম উদযাপিত কোনো আমেরিকান বিশেষ দিবস।
অনুষ্ঠানের উদ্যোক্তারা জানান, এখন থেকে থ্যাঙ্কস গিভিং, হ্যালোইন ডে-সহ আমেরিকার উল্লেখ্যযোগ্য দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশে পালন করা হবে। এর ফলে বাংলাদেশে অবস্থান করেও প্রবাসী বাংলাদেশি আমেরিকানরা বিশেষ দিবসগুলোতে অংশগ্রহণের সুযোগ পাবেন। এর ফলে আমেরিকা ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক ও সামাজিক যোগাযোগ বন্ধন আরো জোরালো হবে মনে করেন আয়োজকরা।