Thikana News
০৪ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

পিকনিকে মেতে উঠেছে আঞ্চলিক সংগঠনগুলো

পিকনিকে মেতে উঠেছে আঞ্চলিক সংগঠনগুলো
প্রতি বছর সামার (গ্রীষ্ম) এলেই যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয় নানান উৎসব। বাংলাদেশি কমিউনিটিও ব্যতিব্যস্ত হয়ে পড়ে এই সামারে। শিক্ষা প্রতিষ্ঠানে লম্বা ছুটির কারণে সন্তানদের নিয়ে কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে স্বতস্ফূর্ত অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। আর এসব অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে বিনোদন নির্ভর আয়োজন হচ্ছে পিকনিক। শহরের কোলাহল থেকে দূরে নির্মল প্রাকৃতিক পরিবেশে সারা দিন কাটানোর এই আয়োজনে এখন মাতোয়ারা পুরো কমিউনিটি। 
চলতি বছর সামারে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের সর্বত্রই পিকনিক আয়োজনের হিড়িক পড়েছে। পিকনিকের জন্য ইতিমধ্যেই নিউইয়র্কসহ আশেপাশের এলাকার আকর্ষণীয় পার্কগুলো ইতিমধ্যেই বুক করা হয়েছে। পার্কগুলো আগেভাগে বুকিং না দেয়ায় অনেক সংগঠন নতুন পার্ক না পাওয়ায় বিপাকে পড়েছে। 
এদিকে পার্ক বুকিং-এ অতীতের বছরগুলোর চেয়ে গত ২-৩ বছর ধরে সিটির পার্ক কর্তৃপক্ষ বেশ কড়াকড়ি শর্তারোপ করায় নানা সমস্যার মুখোমুখী হচ্ছেন সংগঠনগুলো। বিগত বছরগুলোতে শুধুমাত্র পার্ক বুকিং দিয়ে নির্ধারিত পার্কগুলোতে বনভোজনের আনন্দ উপভোগ করা যেতো। কিন্তু করোনার পর পার্কগুলোতে ‘ওভার ক্রাউড’ দেখা দেয়ায় পার্ক কর্তৃপক্ষ বনভোজনে অংশগ্রহণকারী সংখ্যার ওপর নির্ভর করে পার্ক বুকিং নিচ্ছে। এতে অনেক সংগঠনকে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। 
এদিকে পিকনিকের কারণে কমিউনিটির রেস্টুরেন্ট ব্যবসাও জমে উঠেছে। জ্যামাইকার সাগর, ঘরোয়া, ঢাকা সুইটস, স্টার কাবাব এন্ড চাইনিজ, কিং কাবাব, জ্যাকসন হাইটসের প্রিমিয়াম, খাবার বাড়ী, হাটবাজার, ওজন পার্কের মতিন, ব্রুকলীনের ঘরোয়া, রাঁধুনী, ব্রঙ্কসের নিরব প্রভৃতি রেস্টুন্টেগুলোতে বনভোজেনের খাবার বুকিং চলছে। তবে সাম্প্রতিককালে খাবারের দাম বেড়ে যাওয়ায় পিকনিকের খরচ বেড়েছে। 
একাধিক সূত্রে জানা গেছে, চলতি বছর এই সামারে বিভিন্ন সংগঠনের উদ্যোগে দুই শতাধিক পিকনিকের আয়োজন করা হয়েছে। পিকনিকের স্থান হিসাবে লং আইল্যান্ডের হেকশ্যায়ার স্টেট পার্ক, সাউদার্ন স্টেট পার্কওয়ের সানকেন ম্যাডো স্টেট পার্ক, ব্রঙ্কসের ব্যারেট্টো পয়েন্ট পার্ক, লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পাক, আপস্টেটের এফডিআর স্টেট পার্ক,  নিউজার্সীর ভুরহেস এন্ড হেকসবার্নি স্টেট পার্ক
(৫৮-এর পাতার পর)
এবং নিউইয়র্ক সিটির লং আইল্যান্ড সিটির রেইনি পার্ক ও এস্টোরিয়া পার্ক পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। 
প্রবাসী শেরপুর জেলা সমিতি : নিউইয়র্ক  সিটির অদূরে আপস্টেট হাডসনের ‘ক্রটন পয়েন্ট পার্কে’ গত ৯ জুলাই শের আলী গাজী’র পদধন্য প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএ ইন্কের উদ্যোগে জমজমাট আয়োজনে বাষিক বনভোজন সম্পন্ন হয়েছে।  সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামের  সঞ্চালনায় সকাল ১১ টা ১৫ মিনিটে  লাল- নীল বেলুন উড়িয়ে বনভোজনের  শুভ উদ্বোধন করেন লেখক-সাংবাদিক ও প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএ ইন্ক -এর প্রধান উপদেষ্টা, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট রিয়েলেটর ইনভেস্টর নুরুল আজিম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন। বৈরী আবহাওয়ার কারণে বনভোজনে সশরীরে উপস্থিত হতে না পেরে আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং প্রবাসী শেরপুরবাসীদের পাশে সহযোগিতার হাত নিয়ে ভবিষ্যতেও থাকবেন বলে দূঢ় আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটির  মেয়রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা  বিশিষ্ট ব্যবসায়ী  ফাহাদ সোলায়মান, সাংবাদিক মোহাম্মদ সাঈদ, বাংলাদেশ  ফিল্ম ক্লাবের সভাপতি  কে. এম কিবরিয়া, মার্কস হোম কেয়ারের প্রতিনিধি  ইঞ্জিনিয়ার  আবদুল্লাহ -আল-কাফি, নাটোর জেলা সমিতি সাধারণ সম্পাদক এম. মোজাম্মেল  হক,  ইঞ্জিনিয়ার প্রদোষ চক্রবর্তী  প্রমুখ। প্রবলবৃষ্টি থাকলেও প্রায় আড়াই শতাধিক প্রবাসী শেরপুর বাসীসহ আমন্ত্রিত সুধীবৃন্দ উপস্থিত ছিলেন বনভোজনে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য  শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি  মামুন রাশেদ, কার্যকরী সদস্য আলহাজ মো. শহিদুল আলম শাহীন, সদস্য সচিব  মো. আল আমিন, সদস্য মো. লিটন জামান, সিনিয়র সহ সভাপতি মো. আক্তারুজ্জান, কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম, উপদেষ্টা সুব্রত সাহা লিপন, আলহাজ মো. ফারুক মিয়া প্রমুখ।
এ আয়োজনে নানা কর্মসূচির উল্লেখযোগ্য দিক ছিল ছোট্টছেলে-মেয়েদের খেলাধুলা ও  মনোজ্ঞ  সাংস্কৃতিক  অনুষ্ঠান। খেলাধুলা পরিচালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক নাইচ চৌধুরী। 
সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল কাপল (স্বামী-স্ত্রী) গেম, মহিলাদের বালিশ খেলা এবং র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্র’র মধ্যে প্রথম পুরষ্কার ছিল  ঢাকা - নিউইয়র্ক-ঢাকা এয়ার টিকেট। এছাড়াও ছিলো সোনার চেইন, ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি, ল্যাপটপসহ সর্বমোট ২৭ টি আকর্ষণীয় পুরষ্কার।  প্রথম  পুরষ্কার মার্কস হোম কেয়ারের সৌজন্যে  ঢাকা-নিউ ইয়র্ক-ঢাকা বিজয়ী হন হিশাম উদ্দিন আহমেদ, দ্বিতীয় কারওয়ান বাজার সুপার মার্কেটের সৌজন্যে ৫৫ ইঞ্চি স্মার্ট  টিভি বিজয়ী হন জাহাঙ্গীর আলম, সোনার গহনা বিজয়ী হন ইব্রাহিম খলিলুল্লাহ সুমন, সোনার চেইন বিজয়ী হন সাবেরা জামান কচি। রাফেল ড্র-তে পুরষ্কার দিয়ে আরও যারা সহযোগিতা করেছেন অ্যাটর্নি মঈন চৌধুরী, ফাহাদ সোলায়মান, গিয়াস আহমেদ, এম এইচ জামিল, আলীম খান আকাশ, খামার বাড়ী, হাসান জিলানী, এম. মফিজুর রহমান, এ কে এম রফিকুল ইসলাম ডালিম, আবদুস সালাম ভূইয়া, শাহাদত হোসেন রাজু, সিপিএ লিয়াকত আলী প্রমুখ। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন সংগঠনের শিল্পীবৃন্দ। দুপুরে নিউইয়র্ক সিটির স্বনাম খ্যাত সাগর রেস্টুরেন্টের সুস্বাদু  খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ছিলেন হাজী শাহীন, হাজী ফারুক, সুমন, রাসেল, ঝন্টু ও  ডাক্তার সোহাগ প্রমুখ। সংগঠনের সভাপতি নাহিদ রায়হান লিখনের সমাপনি বক্তব্যের দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
বেঙ্গল সোসাইটি : বেঙ্গল সোসাইটির বার্ষিক বনভোজন লং আইল্যন্ড বেইথপেজ ইস্ট পার্কে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। গত ৪ জুলাই মঙ্গলবার বেঙ্গল সোসাইটির বিপুল সংখ্যক সদস্য তাদের নিজ নিজ পরিবার পরিজনসহ উপস্থিত থেকে অন্তরঙ্গ পরিবেশে আনন্দ উল্লাসে মেতে উঠে। 
বনভোজন কমিটির প্রধান সমন্নয়কারী আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় বনভোজনের উদ্বোধন করেন বেঙ্গল সোসাইটির সভাপতি মাহামুদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সবুজ। এসময় সাবেক সংসদ লিয়াকত আলী, মোশারফ হোসেন, রানা মোহাম্মদ আয়াজ, আজিজ খান, আজিজ চৌধুরী জুটি, দিদারুল আলম, জিয়াউল ফাত্তার রিয়াদ, জয়নাল আবেদিন, বোরাহান খান, ইকবাল হোসেন মিলন, এইচ এম জামিল, আমিরুজামান চৌধুরী, আবুল কাশেম, হাজী আব্দুর রহমান, আবু তাহের, শফি আলম, অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ, আবুল কালাম, মান্নান চৌধুরী, মোহাম্মদ হাসেম, তাসের মাহমুদ, রফিক আহমেদ, জসিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন । 
বনভোজনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা রকম খেলাধুলার আয়োজন করা হয়, ছোট ছোট ছেলে মেয়েদের বিভিন্ন রকমের খেলাধুলা, থেকে শুরু করে, বড়দের মিউজিক্যাল পিলো, দৌড় প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র, সহ দেশীয় নানা রকম সুস্বাধু খাবার পরিবেশন করা হয়। 
এবারের বনভোজনের বিশেষ আকর্ষণ ছিল বেঙ্গল হোম কেয়ারের সত্বাধিকারী এইচ, এম, জামিলকে বেঙ্গল সোসাইটি সম্মাননা স্বারক প্রদান। পরিশেষে, আবু তালেব চান্দুর পরিচালনায় বেঙ্গল সোসাইটির সভাপতি মাহমুদুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সবুজ বনভোজনে সহযোগিতা ও উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ জানান।এই বারের বনভোজনে বাংলাদেশের শিল্পী তানভীর আহম্মেদ সজিব গানে গানে সকলকে মাতিয়ে রাখেন এবং নতুন প্রজস্মের ছেলেমেয়েরা শিল্পীর গানের তালে তালে নৃত্য পরিবেশ করেন। 
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি : বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন গত ৯ জুলাই রোববার নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের গ্লেন আইল্যান্ড পার্কে মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয় বিশ্বনাথ প্রবাসীদের এ জমজমাট বনভোজন। বিশ্বনাথ প্রবাসীরা স্বপরিবারে অংশ নিয়ে বনভোজনকে পরিণত করেছিলেন তাদের মিলনমেলায়। 
দিনব্যাপি বনভোজনে মজাদার খাবার, বিভিন্ন খেলাধুলা ছাড়াও বিশেষ আর্কষণ ছিল র‌্যাফেল ড্র।
সংগঠনের সভাপতি সেবুল খান মাহবুবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমেদের পরিচালনায় বনভোজন অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তা ও অতিথিরা বক্তব্য রাখেন।
বিভিন্ন ইভেন্ট পরিচালনায় ছিলেন সিনিয়র সহ-সভাপতি ও ইভেন্ট কমিটির আহ্বায়ক আজাদুর রহমান, যুগ্ম আহ্বায়ক ও সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আদনান, খসরূ আহমেদ, সদস্য সচিব মাসুম আহমেদ, যুগ্ম সদস্য সচিব হীরা মিয়া, সদস্য আব্দুল মনাফ ও কবির আহমেদ ফারুক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ইফতেখার সিরাজ, আলমাস আলী, মখন মিয়া, হাজি মনির আহমেদ, মোহাম্মদ এহিয়া মেন্দী, সালিক সিকদার, ওলিউর রহমান ও মাহবুবুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কমিউনিটি এক্টিভিস্ট আবদুস শহীদ, শাহীন কামালী, মইনুল ইলাম, সিপিএ জাকির চৌধুরী, কাওছারুজ্জামান কয়েস, আবদুল হাসিম হাসনু, মোহাম্মদ আলী, রিয়াজ উদ্দিন কামরান, আমিনুল ইসলাম, তোজামুল হোসেন, আবুল কাশেম, জালাল চৌধুরী, কাজী এনাম, জামাল আহমেদসহ সংগঠনের সাবেক ও বর্তমান কর্মকর্তারা। প্রবাসী বিশ্বনাথবাসী ছাড়াও বাঙালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজন উৎসব শেষ হয়। সংগঠনের কর্মকর্তা ও অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
কুষ্টিয়া জেলা সমিতির : প্রবাসে আঞ্চলিক সংগঠনের অন্যতম কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের বনভোজন ও মিলন মেলা হয়ে গেল গত ২ জুলাই। মিলন মেলায় লংআইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে উৎসবমুখর পরিবেশে বাস ও নিজস্ব পরিবহনে তিন শতাধিক লোকের সমাগম ঘটে।
ট্রাস্টি বোর্ড সদস্য, উপদেষ্টামন্ডলী, কার্যকরী কমিটি, বনভোজন কমিটিসহ অতিথিদের নিয়ে সমিতির সভাপতি মো. আসাদুজ্জামান বেলুন উড়িয়ে বনভোজন উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য মো. গিয়াস উদ্দীন, প্রফেসর ড. মোহাম্মদ আসাদুল্লাহ্, রাশেদুল আলম, মো. সাজেজুল ইসলাম সুজন, মাসুদুল ইসলাম লিপু, উপদেষ্টামণ্ডলীদের মধ্যে নাজমুল আহসান দুলাল, ডা. মো. আমান উল্লাহ, মো. আবু তালেব, রফিক আহম্মেদ মিলু, রোমিও রহমান, খন্দকার আমিরুল ইসলাম। 
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলেনিয়াম টিভির ডিরেক্টর ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, ব্লু গ্রিন ইন্স্যুরেন্সের মো. মফিজুল ইসলাম, কাইছার টেকের কারিউম কাইছার, মো. জাফর আহম্মেদ। 
এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, বনভোজন ও মিলনমেলার আহ্বায়ক মো. কামরুজ্জামান, যুগ্ম-আহ্বায়ক আবুহেনা মোস্তফা কামাল রয়েল, মো. জনিরুল ইসলাম, সদস্য সচিব মো. আব্দুল্লাহ যুবায়ের, যুগ্ম-সদস্য সচিব মো. সাজিদ হোসেন প্রলয়, প্রধান সমন্বয়কারী তৌয়ুবুর রহমান, যুগ্ম-সদস্য সচিব কারিবুল ইসলাম, মহিলা সম্পাদক আম্বিয়া অন্তরা, আসিফ ইকবাল সঞ্জয়, আবদুল মতিন, সহ-সভাপতি শরিফুল করিম চৌধুরী, রওশন পারভীন, মোছা. আনোয়ারা খাতুন মনজু, মো. আরিফুজ্জামান, সাদেকুল আওয়াল, মফিজুল ইসলাম শুভ, শাহানারা খাতুন, মনোয়ার হোসেন মমিন, জুয়েল আহম্মেদ, মাফিউল আলম, মো. হামিদুল্লাহ, মো. লিটন আলি, মনিরুল ইসলাম, শাহীন আহম্মেদ, সুমী, পান্না নাহার, মহিমাতুজ্জোহুরা, মো. আবুতালেব, মো. মতিয়ার রহমান, শাহজাহান খান ও কার্যকরী কমিটির সদস্য ও অতিথিবৃন্দ।
মধ্যাহ্নভোজনের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করা হয়। গান পরিবেশন করেন রায়ান তাজ, প্রমি তাজ, চন্দ্রা রায়, সেলিম ইব্রাহিম, হিরা। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন নাজমুল আহসান দুলাল।  সাংস্কৃতিক অনুষ্ঠানটির পর দ্বিতীয় পর্বের খেলায় ছিল ফ্রি কিক ও বালিশ বদল।
দ্বিতীয় পর্বের খেলাধুলার পরপরই পুরস্কার বিতরণী অনুষ্ঠান পর্বটি শুরু হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম, বনভোজন কমিটির আহ্বায়ক মো. কামরুজ্জামান। 
বাগেরহাট জেলা সোসাইটি : বাগেরহাট জেলা সোসাইটি ইউএসএ ইন্কের বার্ষিক বনভোজন গত ১ জুলাই লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানে সব বয়সীদের জন্য খেলাধুলা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। ছিলো সকালের নাস্তাসহ দুপুরে সুস্বাদু খাবারের আয়োজন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে কমিউনিটির প্রিয় মুখ, সুরেলা কণ্ঠের মিতা, বাপ্পি, ইব্রাহীম সেলিমসহ আরো অনেকে। বরাবরের মতো বনভোজনের বিশেষ আর্কষণ ছিল রাফেল ড্র। বিশের অধিক পুরস্কারের মধ্যে সোনার চেন, সোনার ব্রেসলেট, ফ্রিজ, টিভি ছিল উল্লেখযোগ্য। পিকনিক কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেন সমিতির প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক মুরাদ খন্দকার। সদস্য সচিব পর্ণা ইয়াসিন, সমন্বয়কারী স্বপন তালুকদার। সমিতির সভাপতি আনসার আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল হাওলাদারের নির্দেশনায় অনুষ্ঠান সঞ্চালকের  দায়িত্ব পালন করেন সমিতির উপদেষ্টা আল-আমীন রাসেল। অনুষ্ঠানের সার্বিকভাবে সহযোগিতা করেন সমিতির প্রধান উপদেষ্টা লিঠু চৌধুরী। অতিথি ছিলেন সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, গাজীপুর সমিতির সভাপতি লিটন চৌধুরী, মোহাম্মদ সাইফুল ইসলাম, আলি এহসান ছোটন। 
এছাড়াও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সোসাইটির উপদেষ্টা ফারুক তালুকদার, সহ-সভাপতি হ্যাপি চৌধুরী ও সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক চয়নসহ সমিতির কার্যকরী সদস্য ফেরদাউস, হাবিবুর রহমান চাঁন, এম রহমান শান্ত, পারভেজ, রাছেল, মো. শিহাব, মো. মোদাসসির হোসেন, সুলতান, ছাত্তার হোসেন, ভবতোষ বাবু প্রমুখ।
সিলেট সদর অ্যাসোসিয়েশনের বনভোজন ১৬ জুলাই : সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের বনভোজন আগামী ১৬ জুলাই কুইন্সের এস্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কার্যকরি পরিষদ, উপদেষ্টা ও ট্রাস্টি পরিষদের যৌথ সভা গত ৬ জুলাই সন্ধ্যা ৭ টায় জ্যামাইকার মতিন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
 

কমেন্ট বক্স