প্রবাসের প্রাচীনতম ও সবচেয়ে জনপ্রিয় সংবাদপত্র ঠিকানার পুনর্মিলনী আগামী ১৬ জুলাই রোববার। এদিন বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফ্ল্যাশিং মেডো’র অভিজাত পার্টি হল ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনায় অনুষ্ঠিব্য পুনর্মিলনীতে যুক্তরাষ্ট্রের মূলধারার জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ, বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দসহ ঠিকানার পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভ্যানুধায়ীরা উপস্থিত থাকবেন।
৩৪ বছরে পদার্পন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘ঠিকানা সম্মাননা পদক’ প্রদান করা হবে। ঠিকানার নিয়মিত লেখকদের মধ্য থেকে আটজনকে মনোনীত করা হয়েছে এই পদকের জন্য। এছাড়া ঠিকানার নতুন ওয়েবসাইট www.thikananews.com এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে এ অনুষ্ঠানে।
ঠিকানার নতুন ওয়েবসাইটে থাকবে ২৪ ঘণ্টা নিউজ আপডেট। থাকবে ই-পেপার, অর্থাৎ প্রিন্ট ভার্সনের মত দেখতে পুরো পত্রিকা পড়া যাবে অনলাইনে। এছাড়াও বাসা ভাড়া, বিক্রিসহ ঠিকানার জনপ্রিয় ক্লাসিফাইড এবং অন্যান্য ডিসপ্লে বিজ্ঞাপন থাকবে ওয়েবসাইটে।
বর্তমানে ঠিকানার ফেসবুক পেজ www.facebook.com/Thikananews বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। ইতিমধ্যে এক লাখ ৪০ হাজার ফলোয়ার অতিক্রম করেছে ঠিকানার ফেসবুক পেজ।
উল্লেখ্য, ১৯৯০ সালের ২১ ফেব্রুয়ারি নিউইয়র্ক থেকে যাত্রা শুরু করে ঠিকানা। ৩৪ বছরের এই পথচলায় প্রবাসীদের মুখপত্রে পরিণত হয়েছে ঠিকানা। পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভ্যানুধায়ীদের অব্যাহত সহযোগিতায় ঠিকানার অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিবছর আয়োজন করা হয় ঠিকানা পুনর্মিলনীর।