Thikana News
০৩ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

রিয়াজুল জান্নাহ মসজিদের দুই গ্রুপে দ্বন্দ্ব নতুন কমিটি গঠন করল ট্রাস্টি বোর্ড

রিয়াজুল জান্নাহ মসজিদের দুই গ্রুপে দ্বন্দ্ব নতুন কমিটি গঠন করল ট্রাস্টি বোর্ড
 রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টারের কর্তৃত্ব নিয়ে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। দ্বন্দ্বের বিষয়টি পুলিশ পর্যন্ত গড়িয়েছে। পুলিশ সমস্যা সমাধানে আদালতের শরণাপন্ন  হওয়ার পরামর্শ দিয়েছে। তবে এ ঘটনায় মামলা করতে আগ্রহী নয় ট্রাস্টি বোর্ড। ফলে প্রতিষ্ঠাতাদের পক্ষ থেকে দুই গ্রুপের মধ্যে সমঝোতা করার উদ্যোগ নেওয়া হয়। ইসলামিক সেন্টারের স্বার্থেই দুই পক্ষের একত্রিত হওয়া প্রয়োজন এবং সমস্যার সমাধানে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন এই সেন্টার নির্মাণের সঙ্গে সম্পৃক্ত একাধিক ব্যক্তি।
এদিকে রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টারের দুই গ্রুপের দ্বন্দ্ব নিরসনে বর্তমান কমিটিকে অব্যাহতি নিয়ে নতুন কমিটি গঠন করেছে ট্রাস্টি বোর্ড। সম্প্রতি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শহিদুল ইসলাম, কো-চেয়ারম্যান মো. আব্দুর রসিদ হাওলাদার, সদস্য রফিকুল ইসলাম ও খোরশেদ আলমের সমন্বয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান কমিটির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করা হয়। অভিযোগের ভিত্তিতে এবং সভায় উপস্থিত সাধারণ সদস্য, আজীবন সদস্য ও মুসল্লিদের অনুরোধে গঠনতন্ত্র মোতাবেক বর্তমান কমিটিকে অব্যাহতি দেয় ট্রাস্টি বোর্ড। তা ছাড়া সাধারণ সভায় উপস্থিত সবার দাবির পরিপ্রেক্ষিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। অব্যাহতিপ্রাপ্ত কমিটিকে অতিসত্বর আর্থিক হিসাব-নিকাশ ও প্রয়োজনীয় কাগজপত্র ট্রাস্টি বোর্ডের নিকট হস্তান্তরের অনুরোধ জানানো হয়। ভেঙে দেওয়া কমিটির সঙ্গে কোনো ধরনের লেনদেন না করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়। সভায় আরো সিদ্ধান্ত হয়, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ট্রাস্টি বোর্ড মসজিদের সকল কার্যক্রম পরিচালনা করবে।
এই মসজিদ ও ইসলামিক সেন্টারের এক ফাউন্ডার মেম্বার বলেন, এই সেন্টার পরিচালনার জন্য দুটি কমিটি ছিল। একটি হচ্ছে পরিচালনা কমিটি, অপরটি ট্রাস্টি বোর্ড। বিভিন্ন বিষয় নিয়ে ট্রাস্টি বোর্ডের সঙ্গে পরিচালনা পরিষদের মতপার্থক্য রয়েছে এবং আর্থিক হিসাবের বিষয়ে আপত্তি আছে। এই দ্বিমত ও আপত্তির জের ধরে দুই পক্ষের মধ্যে সমস্যা বাড়তে থাকে। একপর্যায়ে ট্রাস্টি বোর্ড সমস্যা সমাধানের জন্য বর্তমান পরিচালনা কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করার সিদ্ধান্ত নেয়। সেখানে সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে প্রেসিডেন্টের পদে আসীন করা হয়। তিনিও একজন প্রতিষ্ঠাতা সদস্য।
সূত্র জানায়, সাবেক সিনিয়র প্রেসিডেন্টকে নতুন কমিটির সভাপতি করা হলেও তিনি দায়িত্ব নিতে রাজি হচ্ছেন না। কারণ তিনি চান না দুই পক্ষের মধ্যে সমস্যা বিরাজমান রেখে নতুন কমিটির দায়িত্ব নিতে। তিনি চাইছেন যেসব ঘটনা ঘটেছে, আগে তার সুষ্ঠু সমাধান হোক।
সূত্র জানায়, মসজিদের দুই কমিটির মধ্যে বিরোধ এতটাই যে সাধারণ সভার দিনে মাইক নিয়ে কাড়াকাড়ির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পুলিশ ডাকা হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা দুই পক্ষের কথা শুনে বিষয়টি আদালতের শরণাপন্ন হয়ে সমাধান করার কথা বলে। তবে ওই ঘটনায় পুলিশ কাউকে আটক করেনি।

কমেন্ট বক্স