Thikana News
০৫ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

শূন্যতা

শূন্যতা
নাদিরা বেগম

নিশিরাতের পূর্ণ চাঁদ আঁখি নিদ্রাহীন
বুকের মাঝে ব্যথার সুরে বাজে দুঃখের বীণ
ঝরনাধারায় ঝরছে জল আঁখিযুগল বেয়ে
কালবৈশাখী আসছে যেন ধেয়ে।
ঝড়ের তোড়ে উছলে পড়ে ঢেউ রাশি রাশি
জলোচ্ছ্বাসে কেড়ে নিল পোড়ামুখীর হাসি।
মনবাগানে ফুটেছিল আষাঢ়ে কদম ফুল
ঝোড়ো বাদলে ঝরে গেল প্রথম কদম ফুল
ঝরনাধারায় বইছে চোখের জলের প্রস্রবণ
ভরা যৌবনের উত্তাল তরঙ্গ নীরব বিচ্ছুরণ
মরুভূমির বালুকারাশি ঝোড়ো বাতাসে ওড়ে
ব্যথাতুর হৃদয় হাহাকারে শূন্যের চারদিকে ঘোরে।

কমেন্ট বক্স