Thikana News
০৩ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫

মরিচ-কাণ্ড

মরিচ-কাণ্ড
কাজী নাজরিন

কাঁচা মরিচ কেজি হলো
হাজারের উপর দাম
কাঁচা মরিচ ছাড়া যেন
বন্ধ রান্নার কাম।
মরিচ গুঁড়ো, শুকনো মরিচ
বিকল্প পথ খুঁজো
মরিচ মরিচ না করিয়ে
কাজের কথা বুঝো।
কিছুদিনের জন্য না হয়
কাঁচা মরিচ বাদ
আমায় আবার ভুল বুঝিয়ে
দেবে না অপবাদ।
মরিচ-কাণ্ড দেখতে দেখতে
পুরো জাতি হতাশ
গদগদ করে কেউবা আবার
করছে হা-হুতাশ।

কমেন্ট বক্স