Thikana News
০৫ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

মানুষ অমানুষ

মানুষ অমানুষ
সুজন দাশ

মানুষের মনে আসে হিত ও অহিত,
অমানুষ একেবারে তার বিপরীত!
মানুষের চোখে থাকে লজ্জা ও ভয়,
অমানুষ ভাবে এটা থাকা ভালো নয়!

মানুষের মনে থাকে মানবিক গুণ,
অমানুষ কাটা ঘায়ে দিতে যায় নুন!
মানুষের কাছে হলো মানবতা আগে,
অমানুষ বলে এটা কোন কাজে লাগে?

মানুষেরা ঠিক রাখে মান আর হুঁশ,
অমানুষ পশুবেশে দিতে যায় ঢুস!
মানুষ দেখায় পথ করে দান ধ্যান,
অমানুষ মুছে সব দিতে যায় জ্ঞান!

মানুষ চায় না কারো কষ্ট ও দুখ,
অমানুষ লুটেপুটে নিতে চায় সুখ!
মানুষের অন্তরে থাকে প্রীতি প্রেম,
অমানুষ সুবিধায় খেলে যায় গেম!

কমেন্ট বক্স