Thikana News
২৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২৭ অক্টোবর ২০২৫


প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন উজরা জেয়া

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন উজরা জেয়া ছবি সংগৃহীত



 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। ১৩ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে বুধবার (১২ জুলাই) জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার।

এর আগে মঙ্গলবার (১১ জুলাই) ঢাকায় এসে পৌঁছান উজরা জেয়া। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

১৪ জুলাই পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন উজরা জেয়া।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স