Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

কেএনএফ’র আরও তিন নারী সহযোগী গ্রেপ্তার

কেএনএফ’র আরও তিন নারী সহযোগী গ্রেপ্তার
বান্দরবানের রুমা ও থানচিতে চলমান যৌথবাহিনীর অভিযানে কেএনএফ’র আরও তিন নারী সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। ২২ এপ্রিল (সোমবার) দুপুরে তাদের বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। বিচারক মো. নুরুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তারা হলেন লাল নুন পুই বম (১৮), লাল রুয়াত ফেল বম (২০) লাল এং কল বম (২৬)। তারা সবাই রুমার ইডেন পাড়ার বাসিন্দা।

বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির মামলায় ৭১ জনকে গ্রেপ্তার করল যৌথবাহিনী।

উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করে কেএনএফ সন্ত্রাসীরা। এ ঘটনায় রুমা ও থানচিতে ৮টি মামলা দায়ের করা হয়।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স