Thikana News
২৪ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

শেক্সপিয়ারের ওথেলো অবলম্বনে ‘অথৈ’ আসছে বড় পর্দায় 

শেক্সপিয়ারের ওথেলো অবলম্বনে ‘অথৈ’ আসছে বড় পর্দায় 
উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো অবলম্বনে তৈরি ‘অথৈ’ নামের যে নাটকটি এতদিন কলকাতার থিয়েটারের মঞ্চ কাঁপিয়েছে, এবার সেটি আসতে চলেছে বড় পর্দায়।
হিন্দুস্তান টাইমস লিখেছে, ‘অথৈ’ সিনেমায় অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার এবং অর্ণ মুখোপাধ্যায়।

এসভিএফের প্রযোজনায় ‘অথৈ’ পরিচালনাও করছেন অর্ণ। 
সোহিনী বলেছেন নাটকের ডেসডিমোনা চরিত্রে তিনি পর্দায় আসছেন দিয়ামোনা নামে। 
“আনুমানিক ১৬০৩ সালে লেখা এই নাটকটি এবার প্রায় ৪২০ বছর পর আসছে বাংলা চলচ্চিত্রে“, বলেন সোহিনী 
‘অথৈ’ দিয়ে সিনেমা পরিচালক হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন বলে জানান অর্ণ। 

তিনি বলেন, “আমাদের সবার কঠোর পরিশ্রমের এই চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায় রয়েছে।’’

অর্ণ সিনেমায় ওথেলো চরিত্রটি করছেন এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আসছেন অনির্বাণ ভট্টাচার্য। ‘অথৈ’ মুক্তি পাবে আগামী ১৪  জুন।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স