Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

কেন্ডাল জেনারের সঙ্গে পার্টিতে এমবাপ্পে

কেন্ডাল জেনারের সঙ্গে পার্টিতে এমবাপ্পে
ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপে ও মার্কিন তারকা কেন্ডাল জেনার। একজন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার। অন্যজন সুপার মডেল। দুইজনকে দেখা গেল একসঙ্গে পার্টিতে। 

সম্প্রতি দ্য হ্যাম্পটনে বিলিয়নেয়ার মাইকেল রুবিনের পার্টিতে ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপের সঙ্গে নাচতে দেখা গেছে কেন্ডাল জেনারকে। 

যদিও সম্প্রতি এক র‌্যাপারের সঙ্গে প্রেম করছেন কেন্ডাল। তবুও ওই পার্টিতে হাজির হয়ে ফরাসি ফুটবলারের সঙ্গে মিউজিকের তালে কোমর দুলিয়েছেন তিনি। 

মাইকেল রুবিন ফ্যানাটিকসের সিইও, যেটি বিশ্বের শীর্ষ ক্রীড়া পণ্য প্রদানকারী সংস্থা হিসেবে পরিচিত। তিনিই এই পার্টির আয়োজন করেছিলেন। যেখানে একসঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন এই জুটি।

পার্টিতে এই দুই তারকার একসঙ্গে সময় কাটানোর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুইজন দুই অঙ্গনের হলেও ভক্তরা বেশ উপভোগ করেছেন তাদেরকে একই ফ্রেমে দেখে। সুত্র: ডেইলি মেইল ইউকে ও গোল ডটকম। 

এসআর

কমেন্ট বক্স