Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

‘স্ত্রী’ আসছে, পুরুষরা সাবধান!

‘স্ত্রী’ আসছে, পুরুষরা সাবধান!
২০১৮ সালের সুপারহিট বলিউড সিনেমা ‘স্ত্রী’। যেখানে দেখা যায়, রাত হলেই গ্রাম থেকে গায়েব পুরুষের দল। লোকে বলে স্ত্রী টেনে নিয়ে গিয়েছে গ্রামের পুরুষদের। এবার আসতে চলেছে এটির সিক্যুয়েল।

নতুন এই ছবিতে, নতুন ‘স্ত্রী’ এবার পুরুষদের গলা কাটবে! এমনই এক টিজার শেয়ার করে ‘স্ত্রী ২’ ছবির শুটিং শুরুর ঘোষণা করলেন শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও।

প্রথম পর্বের মতো এই ছবিতেও কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুরকে। তবে ‘স্ত্রী’ ছবির দ্বিতীয় পর্বে চমক থাকবে আরও। এমনই ইঙ্গিত দিলেন পরিচালক অমর কৌশিক।

অন্যদিকে, কাশ্মীরের বীর কন্যা রুকসানা কাউসারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন শ্রদ্ধা কাপুর। এমনই খবর শোনা যাচ্ছে। যদি তা হয় তাহলে সাহসিকতার এক কাহিনির অংশ হতে চলেছেন এ অভিনেত্রী।

রুকসানার চরিত্রে অভিনয় করার জন্য প্রথমে বিশ বছরের এক অভিনেত্রীকে খুঁজছিলেন প্রযোজকেরা। কিন্তু পরে শ্রদ্ধাকে তাদের মানানসই মনে হয়। ছবির নাম এখনো পর্যন্ত জানা যায়নি। তবে সবকিছু ঠিকঠাক এগোলে খুব শিগগিরিই শুটিং শুরু হতে পারে বলে জানা গেছে। মুক্তি পাবে আগামী বছরের আগস্টে। 

এসআর

কমেন্ট বক্স