Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

পঞ্চগড়ে পরকীয়া প্রেমিকের হাতে গৃহবধূ খুন

পঞ্চগড়ে পরকীয়া প্রেমিকের হাতে গৃহবধূ খুন ছবি সংগৃহীত
পঞ্চগড়ের দেবীগঞ্জে পরকীয়া প্রেমিকের হাতে শাহনাজ পারভীন (২৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। তিনি দুই সন্তানের জননী। ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের মতিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহনাজ পারভীন একই এলাকার আব্দুল মজিদের স্ত্রী। তাদের ছয় বছরের একটি মেয়ে ও চার মাস বয়সী সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শাহনাজের স্বামী মজিদ গার্মেন্টসসহ বিভিন্ন স্থানে কাজ করার সুবাদে ঢাকায় থাকতেন। দুই বছর আগে প্রতিবেশী আইনুলের ছেলে রাজুর (২৭) সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন শাহনাজ। একসময় কোনো এক কারণে তাদের পরকীয়া ভেঙে যায়।

এদিকে ঈদের দিন বৃহস্পতিবার সকালে স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা ঈদের নামাজ পড়তে ঈদগাহে গেলে আগে থেকে ক্ষিপ্ত হয়ে ওত পেতে থাকা রাজু তার বাড়িতে যান। এর মাঝে শাহনাজের বড় মেয়ের সামনে শোবার ঘরে রাজু ধারালো দেশি অস্ত্র (ছুরি) দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গলা কেটে দিয়ে পালিয়ে যায়। এদিকে শিশুটির কান্না ও চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে শাহনাজের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদে খবর দেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। পলাতক রাজুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, একই সঙ্গে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স