Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

সুনামগঞ্জে মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩

সুনামগঞ্জে মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩ ছবি সংগৃহীত
মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জের শান্তিগঞ্জে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

১০ জুলাই সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন গ্রামের আবদুল লতিফের ছেলে নুরুল হক, আবদুস সুফির ছেলে বাবুল মিয়া ও আবদুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি জানান, গতকাল রোববার বিকালে গ্রামের মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সরাইমরল এবং মালাদার গোষ্ঠীর লোকদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর
জেরে আজ সোমবার সকালে দুই গোষ্ঠীর লোকদের মধ্যে সংঘর্ষ বাধে। রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটনাস্থলে সরাইমরল গ্রুপের নুরুল হক ও বাবুল মিয়া নিহত হন। উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। তাদের মধ্যে কৈতক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান মিয়া মারা যান। তিনি মালাদার গ্রুপের বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, জায়গা নিয়ে এ দুই গ্রুপের বিরোধ ছিল। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা
হয়েছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী।
 
ঠিকানা/এনআই

কমেন্ট বক্স