Thikana News
৩১ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে ইউসুফ

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে ইউসুফ
বিদেশি কোচ না পেয়ে অবশেষে বাধ্য হয়ে আপাতত দেশি কোচদের দিকে হাত বাড়াল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের জন্য সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দিতে যাচ্ছে পিসিবি। এছাড়া সহকারী কোচের দায়িত্ব পাচ্ছেন আরেক সাবেক ক্রিকেটার আবদুল রাজ্জাক। পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম এমন খবর নিশ্চিত করেছে।

এর আগে আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে কোচ নিয়োগে নামে পিসিবি। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে গ্যারি কারস্টেন, জেসন গিলেস্পি, শেন ওয়াটসনের নাম সামনে এসেছে। কিন্তু এখন পর্যন্ত ফলাফল আসেনি।

যদিও জানা গেছে, টেস্টের প্রধান কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন সাবেক অজি ফাস্ট বোলার গিলেস্পি। আর কারস্টেনের সঙ্গে আলোচনা এখনও শেষ হয়নি। এই প্রোটিয়া কোচ এখন আইপিএল নিয়ে ব্যস্ত। আসর শেষে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে নিউজিল্যান্ড-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পিসিবি সিদ্ধান্ত নিয়েছে, এই সিরিজে ইউসুফ ও রাজ্জাককে দিয়েই কাজ চালিয়ে নেওয়া হবে। যদিও সাবেক দুই ক্রিকেটার আবার আছেন নির্বাচক কমিটিতেও। ইউসুফ অবশ্য পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্বেও আছেন।

এছাড়া সাপোর্ট টিমের অংশ হিসেবে থাকবেন পাকিস্তানের সাবেক দুই বোলার উমর গুল ও সাঈদ আজমল। তাদেরকে বোলিং কোচ হিসেবে রেখে দেওয়ার কথা ভাবছে পিসিবি।

ঠিকানা/এএস

কমেন্ট বক্স