লাইলাতুল ওই কদর রাত্রি রমজান মাসে দিলেন সাঁই,
শেষ দশকের বিজোড় রাতে খুঁজতে গিয়ে তারে পাই।
হাজার মাসের শ্রেষ্ঠ এই রাত ফজিলতে পূর্ণ রয়,
পাক কোরআনের প্রথম বাণী ওই কদর রাতে নাজিল হয়।
‘ইকরা’ নামের মহান ধ্বনি জিবরাইলের প্রথম বুল,
বিশ্বনবী (সা.) কলবে ধরে ফোটায় পাঠের রঙিন ফুল।
জিকির করে দরুদ পড়ে রবের কাছে তোলো হাত,
বিপদ থেকে মিলবে পানাহ্ শান্তির পায়রা করবে মাত!
পাপপঙ্কিল সব নিপাত হবে ফেললে খানিক চোখের জল,
রোজ হাশরের নিদানকালে থাকবে অটুট মনের বল!
মানবজাতির কল্যাণের তর প্রভু দিলেন এই না ক্ষণ,
ইবাদতে কাটাও মুমিন উজাড় করে তোমার মন!