Thikana News
০৪ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪

বিশ্ব শিশু বই দিবস ও হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন

বিশ্ব শিশু বই দিবস ও হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন
নির্দিষ্ট কিছু দিনে বিশ্বের বিভিন্ন দেশে কিছু দিবস পালিত হয়। গুরুত্বপূর্ণ ঘটনার স্মরণে নির্দিষ্ট সেই দিনে চলে আলোচনা, জনসচেতনতা। আজ তেমনই একটি দিন। ১৮০৫ সালের এদিনে (২ এপ্রিল)  ডেনমার্কের ওডেন্স শহরে জন্ম নেন রূপকথার জাদুকর হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন। তাকে স্মরণীয় করে রাখতে পালন দিনটি পালন হয় ‘বিশ্ব শিশু বই দিবস’ হিসেবে। 

হ্যান্সের জন্মদিনে সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্ব শিশু-কিশোর পুস্তক বোর্ড প্রতিবছর ২ এপ্রিল বিশ্ব শিশু বই দিবস হিসেবে পালন করে আসছে। জানা যায়, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল বোর্ড অন বুকস ফর ইয়াং পিপলের (আইবিবিওয়াই) স্পনসরে দিবসটি উদযাপিত হয়। এদিন বিভিন্ন দেশে লেখার প্রতিযোগিতা, বই পুরস্কারের ঘোষণা এবং শিশু সাহিত্যের নানা কর্মসূচি পরিচালনা হয়।

হ্যান্স মানুষের মন জয় করা গল্পগুলো লিখেছেন। যার মধ্যে আছে—কুৎসিত হাঁসের ছানা, থাম্বোলিনা বা আঙ্গুলিনা, ছোট্ট মৎস্যকন্যা, কিংবা লাল জুতা, তুষার রাণী, সম্রাটের নতুন জামা ইত্যাদি। তাকে বলা হয় রূপকথার অবিস্মরণীয় স্রষ্টা । তিনি ১৮৭৫ সালের ৪ আগস্ট মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি শিশুদের জন্য লিখে শিশুদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন, শিশুদের উৎসাহিত করেন।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স