বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) রাজনীতির বাইরে রাখতে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
২ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান তারা।
সাধারণ শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও একাডেমিকসহ শিক্ষা কার্যক্রমে অগ্রগতি ধরে রাখতে ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত রাখার কোনো বিকল্প নেই। ক্যাম্পাসে মৌলবাদী কর্মকাণ্ড দেখলে তারাই রুখে দেবেন।
পাশাপাশি বুয়েটকে ছাত্ররাজনীতির বাইরে রাখতে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে শিক্ষার্থী আবরার ফাহাদ মারা যান। এর প্রতিবাদে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। এরপর ২০১৯ সালের ১১ অক্টোবর বুয়েটে সব রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে বুয়েট কর্তৃপক্ষ। ১ এপ্রিল (সোমবার) ওই প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট।
এদিকে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য বুয়েটের উপাচার্যকে আহ্বান জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
ঠিকানা/ছালিক