Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

ডাকাতকে ধরে কাঁধে নিয়ে ছুটলেন এএসআই

ডাকাতকে ধরে কাঁধে নিয়ে ছুটলেন এএসআই ছবি সংগৃহীত



 
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জীবন নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেন পুলিশ সদস্যরা। পরে পুলিশের এক সদস্য তাকে কাঁধে তুলে থানার দিকে ছোটেন। অবশ্য কিছু পথ যাওয়ার পর গাড়িতে করে তাকে থানায় নিয়ে আসেন।

শুক্রবার (২২ মার্চ) ইফতারের আগমুহূর্তে উপজেলার হরিপুরের একটি জমি থেকে জীবন নামে ওই ব্যক্তিকে এভাবেই ধরে আনে পুলিশ। ছবিটি শনিবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা বলেন, ‘জীবন খুবই ধূর্ত প্রকৃতির। তাকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’

নাসিরনগর থানা-পুলিশ জানায়, জীবনের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা আছে। তিনি মাধবপুর-হরিপুর সড়কে নিয়মিত ডাকাতি করেন। গোপন সংবাদের ভিত্তিতে জীবনের অবস্থান সম্পর্কে জানতে পারে নাসিরনগর থানা-পুলিশ।

নাসিরনগর থানা-পুলিশের এসআই রূপন নাথ, এএসআই কামরুল ইসলাম ও তিন পুলিশ কনস্টেবল হরিপুরে যান। সেখানে গিয়ে দেখেন, জীবন তার সঙ্গীদের দিয়ে একটি জমিতে বসে ইয়াবা সেবন করছেন।

তখন পুলিশ সদস্যরা সেখানে সাদা পোশাকে অবস্থান নেন। পুলিশ সদস্যদের পক্ষে গিয়ে জীবন ও তার সঙ্গীদের কাছে পানি চাওয়া হয়। একপর্যায়ে অবস্থা বুঝে জীবনকে গ্রেপ্তার করেন পুলিশ সদস্যরা। পরানো হয় হাতকড়া।

কিন্তু পুলিশ কনস্টেবল রানার হাতে কামড় দিয়ে ও ধস্তাধস্তি করে হাতকড়া নিয়েই দৌড়ে পালানোর চেষ্টা করেন জীবন। তখন পুলিশ সদস্যরা ছুটে গিয়ে আবার তাকে আটক করেন। এরপর এএসআই মো. কামরুল ইসলাম তাকে কাঁধে তুলে নেন। পরে তাকে নাসিরনগর থানায় নিয়ে আসা হয়।

নাসিরনগর থানার এএসআই মো. কামরুল ইসলাম বলেন, ‘জীবন খুবই ধূর্ত। তিনি পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাকে বাধ্য হয়ে কাঁধে তুলে নিয়ে আসা হয়।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স