জার্মান শিশুদের এখন থেকেই যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী বেটিনা স্টার্ক ভাৎজিঙ্গার। স্কুলগুলোতে শিক্ষার্থীদের ‘বেসামরিক নিরাপত্তা’ বিষয়ক মহড়া চালু করারও পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধ ও সংঘাতকালে কি করতে হবে না হবে তা শিশুদের অবশ্যই শিখতে হবে।
চলতি সপ্তাহে এক সাক্ষাৎকারে জার্মানির শিক্ষামন্ত্রী বলেন, জার্মান শিক্ষার্থীদের সব ধরনের দুর্যোগ বা সংকট মোকাবিলার জন্য প্রস্তুত থাকা উচিত। বেসামরিক নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা স্কুলগুলোতেও জোরদার করতে হবে।
জার্মান শিক্ষামন্ত্রীর স্কুলশিক্ষার্থীদের যুদ্ধের জন্য প্রস্তুত করার উদ্যোগ জার্মান সরকারের পরিবর্তিত নীতিরই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।
এর লক্ষ্য সম্ভাব্য রাশিয়া-ন্যাটো সংঘাতের প্রেক্ষিতে দেশকে ‘যুদ্ধ প্রস্তুত’ করা। যা আগামী কয়েক বছরের মধ্যে ঘটতে পারে বলে মনে করছেন জার্মান প্রতিরক্ষা কর্মকর্তারা।
গত দুই বছরেরও বেশি সময় ধরে ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ চলছে। এমন পরিস্থিতিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এক সাক্ষাত্কারে দাবি করেন, রাশিয়া ‘পাঁচ থেকে আট বছরের মধ্যে’ ন্যাটোর ওপর আক্রমণ করতে পারে।
জার্মান প্রতিরক্ষা প্রধান জেনারেল কার্স্টেন ব্রুয়ারও আগামী পাঁচ বছরের মধ্যে সামরিক বাহিনীকে প্রস্তুত করার ওপর গুরুত্ব দিয়েছেন।যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার বলে আসছেন, রাশিয়ার কখনই ন্যাটোর ওপর আক্রমণ করার পরিকল্পনা নেই।
এই ধরনের জল্পনাকে ‘সম্পূর্ণ অর্থহীন’ হিসাবে বর্ণনা করেছেন পুতিন। তিনি বলেছেন, ইউরোপকে 'রাশিয়ান হুমকির' ভয় দেখিয়ে যুদ্ধের জন্য ইন্ধন দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ঠিকানা/ছালিক