Thikana News
০৪ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন
লাখো-কোটি মানুষ আতশবাজি, শোভাযাত্রা আর দলবেঁধে ঘরের বাইরে রান্না করে খেয়ে ৪ জুলাই মঙ্গলবার উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। বিশ্বের অন্যান্য দেশেও দিবসটি উদযাপিত হয়েছে। গণতান্ত্রিক দেশগুলো তাদের নিজেদের ঐতিহ্য মেনে দিবসটি উদযাপন করে এবং যুক্তরাষ্ট্রের অন্তর্নিহিত স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানায়।
দিনটি সরকারি ছুটি হওয়ায় নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিরা নানাভাবে দিবসটি উদযাপন করেন। তারা আয়োজন করেন বিভিন্ন অনুষ্ঠানের। সপরিবারে ও দলবেধে ঘুরতে যান বিভিন্ন স্থানে। বিভিন্ন স্থানে চলে আতশবাজি উৎসব। 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন ৪ জুলাই মঙ্গলবার বিকালে হোয়াইট হাউজের সাউথ লনে স্বাধীনতা দিবস উপলক্ষে সেনাবাহিনীর সদস্যদের পরিবারের জন্য বারবিকিউর আয়োজন করেন। এরপর তারা ন্যাশনাল মলে স্বাধীনতা দিবস উপলক্ষে আতশবাজি প্রদর্শনী উপভোগ করেন।
যুক্তরাষ্ট্রের ক্যালেন্ডারে জুলাইয়ের চতুর্থ দিনটি সম্ভবত সবচেয়ে দেশপ্রেমমূলক দিন। ব্রিটিশ শাসন পরিত্যাগ করে ১৩টি মূল উপনিবেশের যুক্তরাষ্ট্র গঠন করার সিদ্ধান্তকে উদযাপনের জন্য স্বাধীনতা দিবস পালন করা হয়। তবে ৪ জুলাই সে সিদ্ধান্ত নেয়া হয়নি।
প্রকৃতপক্ষে ১৭৭৬ সালের ২ জুলাই উপনিবেশের প্রতিনিধিরা স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছিল। তারা একটি দলিল অর্থাৎ স্বাধীনতার ঘোষণা অনুমোদন করে যা ভোটের ব্যাখ্যা দেয়। অনেকে বিশ্বাস করেন, ২ জুলাই অর্থাৎ ভোটের বার্ষিকীতে স্বাধীনতা দিবস উদযাপন করা উচিত। তবে ঘোষণার অনুলিপিগুলো এত ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল যে ৪ জুলাই স্মরণীয় দিন হয়ে ওঠে।
আধুনিক কালে কুচকাওয়াজ, পিকনিক, রাজনৈতিক বক্তৃতা এবং আতশবাজি ফোটানোর মাধ্যমে স্বাধীনতা উদযাপন করা হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষে সাড়ে পাঁচ হাজার ইমিগ্র্যান্টের মার্কিন নাগরিকত্ব লাভ
যুক্তরাষ্ট্রে ৪ জুলাই উদ্্যাপিত হয় স্বাধীনতা দিবস। এই দিন থেকে ৭ জুলাই পর্যন্ত সাড়ে পাঁচ হাজারের বেশি ইমিগ্র্যান্ট যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করবেন। ইতিমধ্যে ৪ জুলাই অনেকেই শপথ নিয়েছেন। বাকিরা ৭ জুলাইয়ের মধ্যে শপথ নেওয়ার তালিকায় রয়েছেন। এ নিয়ে ২০২৩ অর্থবছরে ৫ লাখ ৮৮ হাজার ৯০০ জন ইমিগ্র্যান্ট আমেরিকায় সিটিজেনশিপ লাভ করেছেন। তাদের সিটিজেন হওয়ার মধ্য দিয়ে আমেরিকান নাগরিকের সংখ্যা আরও বাড়ল।
স্বাধীনতা দিবস উপলক্ষে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) ৩০ জুন থেকে ৭ জুলাইয়ের মধ্যে ১৮০টিরও বেশি ন্যাচারালাইজেশন অনুষ্ঠান করছে। সেখানে ৫ হাজার ৫০০ জনেরও বেশি নতুন নাগরিককে স্বাগত জানিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। ২০২২ অর্থবছরে ইউএসসিআইএস ৯ লাখ ৭৪ হাজার নতুন নাগরিককে স্বাগত জানিয়েছে। ২০২৩ অর্থবছরের ৭ জুন পর্যন্ত তারা ৫ লাখ ৮৮ হাজার ৯০০ জন নতুন মার্কিন নাগরিককে স্বাগত জানাচ্ছে।
ইউএসসিআইএসের ডিরেক্টর উর এম জাদ্দুর মতে, স্বাধীনতা দিবস নতুন নাগরিকদের স্বাগত জানানোর একটি বিশেষ সুযোগ। তিনি বলেন, প্রতিবছরের ৪ জুলাই আমরা দিনটি উদযাপন করি, যেদিন দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেস ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণা গৃহীত হয়েছিল। ইউএসসিআইএস সারা দেশে বিশেষ স্বাধীনতা দিবস-থিমযুক্ত ন্যাচারালাইজেশনের অনুষ্ঠানের আয়োজন করে এই গুরুত্বপূর্ণ উপলক্ষকে স্মরণ করে। এসব অনুষ্ঠান নতুন মার্কিন নাগরিকদের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এবং তাদের অবদানকে সম্মান ও স্বীকৃতি দেয়।

কমেন্ট বক্স