প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে তিনি রাশিয়া-ভারতের মধ্যেকার ‘বিশেষ সম্পর্ককে’ আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া এক্সে করা এক পোস্টে মোদি বলেন, আগামী বছরগুলিতে ভারত ও রাশিয়ার মধ্যেকার পরীক্ষিত ও কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করতে চান তিনি।
ইউক্রেনে সামরিক অভিযানের পর গোটা পশ্চিমা বিশ্ব যখন রাশিয়ার বিরুদ্ধে নানা পদক্ষেপ গ্রহণ করেছে, তখন দেশটির নিন্দা জানানো থেকেও বিরত রয়েছে ভারত। উল্টো রাশিয়ার জ্বালানির সবথেকে বড় বাজারে পরিণত হয়েছে দেশটি। গত দুই বছরে রাশিয়া থেকে শত শত মিলিয়ন ব্যারেল তেল কিনেছে ভারত।
ঠিকানা/এসআর



ঠিকানা অনলাইন


