মৌলভীবাজারের কুলাউড়ার শিকড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (১৭ মার্চ) দুপুর দুইটার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিতে আহতরা হলেন উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া নতুন বস্তি এলাকার আছকির আলীর ছেলে পারভেজ হোসেন সাদ্দাম (১৫) ও একই এলাকার ছাদেক আলীর ছেলে ছিদ্দিক রহমান ওরফে ছিদ্দেক আলী (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহিন মিয়া। তিনি বলেন, ‘পারভেজ হোসেন সাদ্দাম বিএসএফের গুলিতে মারা গেছে। তার লাশ বিএসএফ নিয়ে গেছে। আর সিদ্দিক আলী চিকিৎসাধীন আছে।’
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মাহমুদ বলেন, ‘দুপুর দুইটার দিকে সাদ্দাম ও ছিদ্দিক শিকড়িয়া সীমান্ত এলাকায় যায়। এ সময় বিএসএফের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। এতে দুজনই আহত হন। তখন সাদ্দামকে তারা ধরে নিয়ে যায়। পরে সাদ্দাম আহত অবস্থায় মারা যান। গুলিবিদ্ধ ছিদ্দিককে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
ঠিকানা/এনআই