নজমুল হেলাল
ডাক্তার হয়েছ তাই এত ভাব
আমার নেই কোনো রোগের অভাব
বিরহ পেয়েই থাকে সারা দিনরাত
মিলনের মোহ এলে বাধে সংঘাত।
কী প্রেসক্রিপশন দেবে তুমি
কোন শাস্ত্র পড়ে
রোগ যদি বেড়ে যায় কে হবে দায়ী
শুনলে না তো কার বিরহে
এত জ্বর করে ভর
সত্যি কথা বলতে আমার নেই কোনো ভয়-ডর।
প্রেশার তো বেড়ে যায় যখন তখন
তোমার কোমল হাতের ছোঁয়া ছাড়া থাকে না তো কেউ আর সাথে যে আমার
মায়াময় চাহনিটা চোখে চোখে ভাসে
কলেজের করিডোর কিংবা আশপাশে
ঘুরিফিরি অজুহাতে কবিতার প্লট আসে তুমি এলে দেখি শুধু তোমারই মুখ
ভুলে যাই সবকিছু হারায় অসুখ।
এখন তো মনে হয় তুমিই মেডিসিন
অসুখ ছাড়াই কাটে রোগীর রাতদিন।