Thikana News
০৩ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

এ কেমন সুখ

এ কেমন সুখ
সাজু কবীর

বর্ষা,
এত কেঁদে
কত সুখ পাও!
কলমি, কদম, কেয়া
দূরদেশে ভাসিয়েছে নাও!

ওই জলভেজা-জ্বরে পল্লিবধূ
চেটেপুটে খায় তাকে বিরহের মধু
ভেলায় কাটায় বেলা বানভাসি মধুমালা
সেই জল ভেঙেছে কপাল, খেতসব নদী-নালা।

এ কেমন সুখ? ঝড়ে ঘর পড়ে, পড়ে ফলভরা গাছ
ভেসে যায় গরু, সীমান্ত পেরিয়ে ভিনদেশে মাছ
প্রেয়সী পিছলে মরে, মোরগেরা গাছের ওপর
অভাগার ঘরদোরে, হায়! সাপের বাসর!

লাগাতার ঝড়ে কবি-মন আনমনা
শব্দরা ভিজে, ভিজে যায় কল্পনা
কবি, ভেজাও বৃষ্টি এবার
দুঃখ ঝরাও দুর্বার!

বুঝুক আকাশ
কান্না কাকে
কয়!

কমেন্ট বক্স