Thikana News
০৫ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

মেঘ-বৃষ্টির দেশে

মেঘ-বৃষ্টির দেশে
জামাল আস-সাবেত

মেঘ-বৃষ্টির দেশে
গুড়ুম গুড়ুম বিজলি নাচে
কদম ফুলে হাসে,
পদ্ম ফোটে পুকুরপাড়ে
গল্প জমে আষাঢ় মাসে
ফুল-পাখিদের দেশে।

নিশীথে অন্ধকারে
জোনাক পোকা জ্বলে
খ্যাঁকশিয়ালের ডাক পড়ে
সন্ধ্যা নামার সাথে।

পিছলে পড়ে কোমর ভাঙে
গাঁয়ের পথে পথে
চান্দু মিয়ার কপাল পোড়ে
বউয়ের স্যান্ডেল ছিঁড়ে।

কই গো তোরা
বৃষ্টির দেশে যাবি নাকি আয়
জুঁই কামিনি ফুল দেখে
মন হবে উতলায়।

দোলনচাঁপা, বেলি, রজনীগন্ধা
মন ভরবে সকাল-সন্ধ্যা
দূরাকাশে জ্বলবে আলো
কৌতূহল জাগবে আরো।

চাঁদের দেশে নাচে পরী
ছোট্ট সোনার মুখে হাসি
কালবোশেখী আসবে যখন
ভয় করবে যখন-তখন।

কমেন্ট বক্স