Thikana News
০৬ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০৬ জুলাই ২০২৪

বর্ষার দিনকাল

বর্ষার দিনকাল
মো. আবু তাহের চৌধুরী

আষাঢ় এল কদম ফুলে
শাপলা ফোটা বিলে,
নানান জাতে মাছের খেলা
বাড়ির কাছে ঝিলে।

আষাঢ়সহ শ্রাবণকালে
ঝড়বাদলে দিন,
কখনো রোদ কখনো ধারা
দুঃখে বাজে বীণ।

রাত্রি দিনে নীল গগনে
থাকে আঁধার কালো
ভোর বিহানে বারিষ নামে
যায় না দিন ভালো।

উর্মি নদী স্রোতোধারায়
কলকলিয়ে চলে,
পালের নাও হাল ধরিয়া
চলে নতুন জলে।

নদীর বুকে সাঁতার কাটে
খোকাখুকুর দল,
কদম গাছে সবুজ পাতা
করে যে ঝলমল ॥

কমেন্ট বক্স