মো. আবু তাহের চৌধুরী
আষাঢ় এল কদম ফুলে
শাপলা ফোটা বিলে,
নানান জাতে মাছের খেলা
বাড়ির কাছে ঝিলে।
আষাঢ়সহ শ্রাবণকালে
ঝড়বাদলে দিন,
কখনো রোদ কখনো ধারা
দুঃখে বাজে বীণ।
রাত্রি দিনে নীল গগনে
থাকে আঁধার কালো
ভোর বিহানে বারিষ নামে
যায় না দিন ভালো।
উর্মি নদী স্রোতোধারায়
কলকলিয়ে চলে,
পালের নাও হাল ধরিয়া
চলে নতুন জলে।
নদীর বুকে সাঁতার কাটে
খোকাখুকুর দল,
কদম গাছে সবুজ পাতা
করে যে ঝলমল ॥