মনজুর কাদের
শ্বাসের বাতাস ভরিয়ে কারা
মারণঘাতী বিষ দিল!
দুইটি মেরুর মাঝখানে
প্রলয় বাজে আজ কানে
জগৎজুড়েই আহা কার
শুনছি বিলাপ হাহাকার
ধূসর বরণ রাতগুলো
মেহেদিরাঙা হাতগুলো
সিঁথির সিঁদুর লীন হলো
রাত পোহালে দিন হলো
দারুণ সুখে লেজ উঁচিয়ে
একটি দোয়েল শিস দিল!!
দেশ বিদেশে উচ্ছলতায়
যতই বিষের হুল ফুটুক!
দুর্ভাবনার গিঁট ছিঁড়ে যাক
পাখপাখালি সুর ফিরে পাক
আলোকমাখা সোনার প্রাতে
রুক্ষ মাটি সরিয়ে তাতে
বসুন্ধরাও নিক ঝুঁকি
কয়খানি গাছ দিক উঁকি
আমরা জানি উপায় কিসে
সকল গরল দুপায় পিষে
ঘরের কোণের বকুল গাছে
আবার সুখের ফুল ফুটুক!!