কলি চক্রবর্তী
পূজিয়াছি শুধু মূর্তিতে প্রাণ দিয়া
পূজিয়াছি শুধু বিশ্বাস ভরি আমি,
ভগবান আছে মানি।
পূজিয়াছি তারে দেখে দেখে শুধু
আকারের রূপে আনি,
আরো পূজিবো বিশ্বাস রেখে তারে।
যে জন দিলো উদরেতে প্রাণ আনি
সম্মানে তারে হানি,
যে জন রাখিলো দশ মাস ভরি
আহা কি কষ্ট জানি?
ঘুম খাওয়া নাওয়া সময়ে হয়নি,
দায়িত্বে আপন ঘানি।
কি পূজি সে রূপ?
কি হেরি দুরূপ?
জানি কি সে নাম দুটি?
সম্পর্কে মাতা-পিতা হয়
না রেখো তাদের ত্রুটি।
ঈশ্বর রাখি মাথার উপর
ঈশ্বর আছে জেনে,
যাদের জন্য বিশ্ব আপন
যাদের জন্য মানব জনম?
তুমি আর আমি পূজিনি তাদের
ঈশ্বর রূপে আনি।