Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

রাশিয়ায় সামিরক কার্গো বিমান বিধ্বস্ত, আরোহীদের কেউ বেঁচে নেই!

রাশিয়ায় সামিরক কার্গো বিমান বিধ্বস্ত, আরোহীদের কেউ বেঁচে নেই! ছবি : সংগৃহীত





 
ইঞ্জিনে আগুন লেগে রাশিয়ার ইভানোভো অঞ্চলে সামরিক বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত বিমানটিতে আটজন ক্রু ও সাতজন যাত্রীসহ মোট ১৫ জন আরোহী ছিলেন।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ১২ মার্চ (মঙ্গলবার) রাশিয়ার একটি ইলিউশিন আইএল-৭৬ সামরিক কার্গো বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে। বিমানটির একটি ইঞ্জিনে আগুন লাগার পর সেটি বিধ্বস্ত হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইভানোভো অঞ্চলে সামরিক বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির একাধিক অনলাইন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিধ্বস্ত বিমানের ১৫ আরোহীর কেউ বেঁচে নেই।
 
রুশ সামাজিক যোগাযোগমাধ্যমে বিমান বিধ্বস্তের ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বিমানের একটি ইঞ্জিনে আগুন জ্বলছে এবং সেটির মাথা নিচের দিকে দিয়ে মাটিতে পড়ছে। বিমানটি আছড়ে পড়ার সময় ওই এলাকার আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
 
দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস বলেছে, ‘মস্কোর স্থানীয় সময় দুপুর ১টার দিকে আইএল-৭৬ সামরিক কার্গো বিমানটি ইভানোভো অঞ্চলে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।’
 
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিমানটির একটি ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইভানোভোর ‘সেভারনি’ বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিমানটির ইঞ্জিনটি আগুন ধরে যায়।

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স