Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

আবারও পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়ল মিয়ানমারের ১৭৯ সীমান্তরক্ষী

আবারও পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়ল মিয়ানমারের ১৭৯ সীমান্তরক্ষী ছবি : সংগৃহীত
মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে আবারও বাংলাদেশে আশ্রয় নিলো দেশটির সীমান্তরক্ষী বাহিনী-বিজিপির ১৭৯ সদস্য।

১১ মার্চ (সোমবার) সকাল থেকে বিকাল পর্যন্ত তারা বাংলাদেশে প্রবেশ করেন। অস্ত্র জমা নিয়ে বিজিবি তাদের হেফাজতে রেখেছে।

এর আগে মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সেনাসহ ৩৩০ জনকে গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠানো হয়।

গত ২ ফেব্রুয়ারি রাত থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তের ওপারে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সংঘর্ষ শুরু হয়। এর জের ধরে ৪ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসেন বিজিপিসহ ৩৩০ জন। যার মধ্যে ৩০২ জন বিজিপি সদস্য, ৪ জন বিজিপি পরিবারের সদস্য, ২ জন সেনা সদস্য, ১৮ জন ইমিগ্রেশন সদস্য ও ৪ জন বেসামরিক নাগরিক ছিলেন।

এর আগে গত ফেব্রুয়ারিতে আরাকান আর্মির আক্রমণের মুখে বাংলাদেশে আশ্রয় নেন বিজিপির ৩৩০ জন সদস্য। পরে ১৫ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়া ইনানী নৌ-বাহিনীর জেটিঘাট থেকে জাহাজে করে তাদের মিয়ানমারে ফিরিয়ে দেয়া হয়।

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স