Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সবচেয়ে কম সময় রোজা পালন করবে যেসব দেশ

সবচেয়ে কম সময় রোজা পালন করবে যেসব দেশ প্রতীকী ছবি
বিশ্বের বিভিন্ন দেশ রোজা পালনের সময় ঘোষণা করেছে। পবিত্র মাহে রমজানে ফজর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে রোজা রাখেন মুসলিমরা। পানাহার থেকে বিরত থাকার এই সময়কাল পৃথিবীর সব স্থানে এক রকম নয়। ভৌগোলিক কারণে সূর্যোদয় ও সূর্যাস্ত বিশ্বে এক এক জায়গায় একেক রকম।

চলতি বছর রমজানে বাংলাদেশে সর্বোচ্চ ১৪ ঘণ্টা ২ মিনিট উপবাস থাকতে হবে।

এ বছর পৃথিবীর কোন এলাকার মানুষকে সবচেয়ে কম সময় উপবাস থেকে সিয়াম পালন করতে হয়, এ প্রশ্ন দেখা দেয় অনেকের মনেই। চলুন জেনে নিই কম সময় রোজা রাখতে হবে যেসব দেশে—

এ বছর সবচেয়ে কম সময় রোজা রাখবে ল্যাটিন আমেরিকার দেশ চিলির বাসিন্দারা। সেখানে ১২ ঘণ্টা ৪৪ মিনিট উপবাস থেকে রোজা রাখতে হবে দেশটির বাসিন্দাদের।

এরপর ওশেনিয়ার দেশ নিউজিল্যান্ডের রোজাদাররা কম সময় উপবাস থেকে রোজা পালন করবেন। সেখানে ১২ ঘণ্টা ৪৬ মিনিট রোজা রাখতে হবে তাদের।

অন্যদিকে আফ্রিকার দেশ কেনিয়ার বাসিন্দাদের উপবাস করতে হবে ১৩ ঘণ্টা ১৫ মিনিট। সূত্র : গালফ নিউজ

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স