বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর সংরক্ষিত আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মোছা. পিয়ারা খানম। সংরক্ষিত এই নারী আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন দুই বেয়াইন পিয়ারা খানম ও ফুলপরী পারভীন। ভোটের লড়াইয়ে মেয়ের মাকে হারিয়ে জয়লাভ করেছেন ছেলের মা।
শনিবার (৯ মার্চ) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৫টি ভোটকেন্দ্রে ব্যালটে ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার রাজু আহম্মেদ।
এতে পিয়ারা খানম মাইক প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৩৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফুলপরী পারভীন সূর্যমুখী ফুল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৫২ ভোট। নির্বাচিত পিয়ারা খানম মেয়ের মায়ের থেকে ৩৮৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। সংরক্ষিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৬৩১।
ঠিকানা/এনআই