Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

মুক্তিমোহ

মুক্তিমোহ
বেনজির শিকদার

বহুদিন পর বুকের ওপর চেপে থাকা হিমালয়
মনের ওপর বসে থাকা বৃদ্ধ উপত্যকা
আর বোধের সাথে যুদ্ধলিপ্ত পাহাড়টা
মেঘের মতো ভেসে গেল সুন্দরের দেশে!

যেন বহুকাল পর আমি আকাশ দেখলাম
অনন্তকাল পর আমি শ্বাস নিলাম;
কোটিবর্ষ কারাবাসের পর মুক্তি পেলাম;
বহুদিনের বৃষ্টিভেজা চোখ দেখলÑ
যূথবদ্ধ আকাক্সক্ষায় পিপাসার পাখি
উড়ে গেল অন্য কোনো বনে।

যে বনের প্রতিটি বৃক্ষে
থাকার কথা ছিল আমার স্পর্শ;
যে বনের বাঁকে বাঁকে হারানোর কথা;
যে বনের মাতোয়ালা পথে এঁকে দেবার কথা
আমাদের যুগল পদরেখা।
সে বনের মালিকানা-বদলে বিন্দুমাত্র আক্ষেপ নেই!
একবারও কাঁপেনি হৃদয়ের ভাঁজ
একবারও মনে হয়নি কিছু হারালাম কোথাও!
আমি তো জানি-
প্রাপ্তি শুধু দৃশ্যমান বলয়ে নয়;
পরাজিত মানুষেরও থাকে অন্য রকম জয়!

কে আজ পরাজিত, কার হলো স্বপ্নভঙ্গ?
এমন স্বার্থান্বেষী দ্বিধার মুকুল ফোটেনি এই মনে।
কে কাকে কতটুকু চেয়েছিলাম;
কার দায়ে কতটুকু খোয়ালাম!
আমাদের প্রাপ্তির খাতায় স্বপ্ন বুনেছে
নানা রকম অপ্রাপ্তি আর অর্থহীন উন্মাদনা!
উন্মাদনার কাছে গিয়ে আরও উন্মাদ হয়েছি;
মাতালের মতো পরিভ্রমণ করেছি আঁধারি অচেনা পথ!

আমরা দুজনেই ভুলে গেছি যৌথ চলাচল;
ভুলে গেছি; দরবিগলিত দীর্ঘশ্বাসে-
জখমের কাছে ছিল বেদনার শপথ!

কমেন্ট বক্স