Thikana News
০৭ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৭ জুলাই ২০২৪

খুশির ঈদ

খুশির ঈদ
ইকবাল মান্নান সেলিম

ইসলাম আমাদের শান্তির ধর্ম,
শ্রেষ্ঠ সমাধান; আমরা মুসলমান,
আমরা মুসলমান ॥
খুশির ঈদ, নামটি তার ‘ঈদুল ফিতর’
ফিরে আসে রমজান বছর বছর।
প্রকৃতির চিরাচরিত নিয়মেই, এই মাসটি ফিরে আসে,
মুসলিম বিশ্বের জগৎজুড়ে, আনন্দবার্তা ভাসে।
সারা জাহানে পবিত্র রমজান মাস,
মুসলিম পরিবারের ঘরে ঘরে হাসে।
প্রতিবছর ঈদুল ফিতর এমন করেই ফিরে ফিরে আসে।

ঈদ মানেই খুশির আনন্দ,
রমজানেরই সিয়াম সাধনা।
আল্লাহর সেজদায় পড়ে আরাধনা,
আমার পূর্ণ হলো রমজান বাসনা।
এই মাসেই নাজিল পবিত্র কোরআন,
আমরা মুসলমান, আমরা মুসলমান ॥

এই মাসেতেই বেহেশত নসিব আসমান-জমিন খোলা,
আল্লাহর দরবারে হাত দুটো প্রার্থনায় কেঁদে তোলা।
উন্মুক্ত ইয়া মুসলিম সারা জাহান!
পৃথিবীর আসমান। আমরা মুসলমান,
আমরা মুসলমান ॥

ঈদ মানেই ত্যাগের মহিমা,
পশু কোরবানি তার নমুনা।
বছরটা ঘুরে আবার আসে ঈদুল আজহা,
ত্যাগের মাঝে আল্লাহর কাছে চাই পানাহ।
ঈদ আসছে সবার ঘরে ঘরে, চারদিকে সাজ সাজ রব,
মনের মাঝে সবারই গুঞ্জন, ভালোবাসার উৎসব।

কিনতে হবে নতুন নতুন যে কাপড়চোপড়,
ঈদ আসছে মুসলিম বিশ্বে খুশির খবর।
প্ল্যান-প্রোগ্রাম কত হচ্ছে, তবুও যে মানছে না মনের সবর,
নতুন সাজে সেজেছে, মার্কেট-রেস্তোরাঁ দোকানপাট বহর।

কেনাকাটার যে ধুম, আনন্দরা নির্ঘুম,
সংসারকর্তার চোখে তাই নাইরে ঘুম!
দিতে হবে কিনে নতুন পোশাক-পরিচ্ছদ,
মিলিয়ে কত রকম প্রসাধনীর উৎসব।
জামা-পাঞ্জাবি শাড়ি রং-মেহেদি ও জুতো কি স্যান্ডেল,
মিলিয়ে কত রকম প্রসাধনী চলছে হরদম সেল!

পাড়া-পড়শির কেনাকাটার মুহূর্ত আসে খবর,
মানে না বন্ধু-স্বজন পরস্পর জানতেই সবর!
কেনাকাটায় চলছে ধুম, প্রতিযোগিতার যেন সুনামি!
কার চেয়ে কে কত বেশি কিনছে, কিংবা কতটাই দামি!
রাতের চোখ স্বস্তি মেলেছে, ঈদেরই আনন্দ আনি,
খোলা-পরার ট্রায়াল চলছে ঈদ-পূর্ব খুশির বাণী।

অবশেষে ঈদটি এল প্রাণ জুড়িয়ে সবার ঘরে,
স্বাদের খাবার খাই মোরা যত, ঘুরেফিরেই পেটভরে।
নতুন খাবারের হরেক রসনা, পাড়ায় পাড়ায় খোঁজ,
কোরমা-পোলাও পায়েস জর্দা-সেমাই হবে ভুরিভোজ।
সম্পর্ক তবু কখনো টানাপোড়েন মান-অভিমান,
খুশির ঈদ বেজায় বড় উৎসবে মেতে বিরাজমান,
আমরা মুসলমান, আমরা মুসলমান।
আমরা মুসলমান।

কমেন্ট বক্স