Thikana News
০৫ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

চারদিকে পাথর

চারদিকে পাথর
দলিলুর রহমান

মানুষ আছে প্রচুর
মানবতা কই?
আরিচা রোডের পাশে
সরিষা ফুলের হলুদ রং
মগজে যদিও ছবি লেগে আছে
এখন সর্বত্র কংক্রিট ব্যঙ্গ হাসে।
ইটভাটার চিমনির কালো ধোঁয়া
সবুজ গ্রামেও ছড়াচ্ছে বিষ
লাল ইট নিয়েছে কেড়ে সোনালি ধানের শীষ।
কঙ্কর যন্ত্র পাথর
মানুষের অন্তরও তা-ই
চণ্ডালের দাঁত কটমট গ্রাস করে
বিবেকবোধ, তুলে সুখের হাই।
আকাশচুম্বী দালানকোঠা
দিয়েছে পাথরের প্রতিযোগিতা
কেড়ে নিয়েছে সম্মুখের আশা,
উল্লাস প্রাণ, আর মানুষের ভালোবাসা।
 

কমেন্ট বক্স