Thikana News
১৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

আমার তোমার হওয়া হলো না

আমার তোমার হওয়া হলো না



 
জেবুন্নেছা জোৎস্না

আমার সহজাত ভালোবাসায় সন্দেহ হতেই
আমি তুমি হতে চাইলাম!
আমি তোমার মতো ভালোবাসতে চেয়েছি রবীন্দ্রনাথ,
ঘৃণা করতে চেয়েছি হিটলার।
তোমার সমাজে সভা-সমিতিতে তাই
ঘণ্টাব্যাপী শুনেছি রবীন্দ্র স্লোগান!
অন্তর দিয়ে লয়ে লয়ে অনুধাবন করেছি
সত্য-সতত, বিরহ-জীবনের জয়গান।

অথচ আমার সকল প্রচেষ্টা ব্যর্থ করে
এতটুকু গাম্ভীর্য আনতে পারিনি এ অবাধ্য চেহারায়!
বরং ধীর-স্থির হওয়ার মেকি বাহানায়
অস্থির মন বড়ই ছটফটায়।
বন্ধ ঘরে একলা ভাঙি তাই বাঁধভাঙা উল্লাসের উন্মত্ততায়Ñ
রণজয়ের ভঙ্গিতে বিশ্ব-পাতাল এক করে নিমেষে শুষে নিইÑ
‘বল বীর, বল উন্নত মম শির.....ঐ শিখর হিমাদ্রির’Ñ
রক্তের শ্বেতকণিকাগুলো যেন পরম তৃপ্তিতে তখন
ক্ষণজন্মার সার্থকতার স্বাদে বেঁচে যায়Ñ!
আর আমি, তুমি হতে ব্যর্থ হয়ে যাই।

নিজের কাছে নিজেই হেরে যাই এ প্রশ্নাতীত ভালোবাসায়!
এ কেমন ভালোবাসা? সবাই যাকে ঘৃণা করেÑ
তার চুম্বকশক্তি ততখানি ঠিক আমায় টানে।
ইতিহাসের একি পরিহাস?
একই নামে ধ্বংস আর সৃষ্টির সহবাস।
হে ধ্বংসাত্মক, মহাপাপী অগ্রজ বরÑ
ইভা ব্রাউনের তৃষিত আত্মা করেছে আমায় ভর!
যে পৃথিবীর সমস্ত গোলাপ তোমার নামের চাষাবাদে,
তার অস্থির হৃদয় পেন্ডুলামে ভরেছে
থকথকে লাল ভালোবাসার নির্যাস!
আর সেই পেন্ডুলাম যখন কাঁপে পাপবিদ্ধ ক্রুশের আঘাতে,
সেই কম্পনে কেঁপেছে যে আমারও হৃদয়।
আর তুমি, যখন এ নিষিদ্ধ ভালোবাসার উত্তাপ পেলে,
আমার প্রতি তোমার আরাধনার ‘রহস্য’টাও বদলে গেল।

আমি তোমাকে ভালোবেসে ঘৃণা করেছি আমার স্বপ্নপুরুষকে, 
কিন্তু ইভা ব্রাউনের অতৃপ্ত আত্মা মুক্তি দেয়নি আমায়Ñ
বড় বেশরম আমি, এতটুকু লজ্জা নেই!
কারণ, সেই অনন্য গোঁফের বাজখাঁই গলার লোকটি
আর যা-ই হোক, হিপোক্রেট তো নয়!
যে যুগে যুগে করে গেছে আমার হৃদয় হরণ!

তাই আমার আর তোমার হওয়া হলো না।
 

কমেন্ট বক্স