মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে আনুষ্ঠানিকভাবে যোগ দিল সুইডেন। বৃহস্পতিবার (৭ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর সুইডেন দ্বিতীয় দেশ, যা ন্যাটোতে যোগ দিল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে ন্যাটোতে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করেছে সুইডেন। এর মাধ্যমে দেশটি ন্যাটোর ৩২তম সদস্য হলো।
সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিসটারসন বলেছেন, একতা ও সংহতি হবে সুইডেনের 'পথনির্দেশক আলো'।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বলেছেন, যারা অপেক্ষা করে, তাদের ভালো ফল মেলে। সুইডেনকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, আমাদের প্রতিরক্ষামূলক জোট এখন আগের চেয়ে শক্তিশালী এবং বৃহত্তর।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছিল সুইডেন।
ঠিকানা/এনআই
                           
                           
                            
                       
     
  
 


 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
