উত্তর-পূর্ব নাইজেরিয়ার বোর্নো রাজ্যে অন্তত ৫০ জন নারী অপহৃত হয়েছেন। যদিও এর মধ্যে তিনজন নারী পালিয়ে গেছেন। চলতি সপ্তাহে চাদ ও ক্যামেরুনের সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিষয়টি প্রকাশ্যে আসে আরও পরে।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, অভিযোগ উঠেছে অপহরণের ঘটনায় জড়িত ইসলামিক স্টেট। তবে ওই অঞ্চলে তারা ছাড়াও বোকো হারামের শক্ত ঘাঁটি আছে। পালিয়ে আসা তিন নারী বাকি অপহৃতদের বিবরণ দিয়েছেন। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি নাইজেরিয়ার সেনাবাহিনী।
স্থানীয় পুলিশ জানিয়েছে, জঙ্গলে কাঠ নিতে গিয়েছিল অন্তত ৫০ জনের একটি দল। এ সময় তাদের ঘিরে ধরে সন্ত্রাসীরা। তারা এমনভাবে গুলি চালাতে শুরু করে, নারীরা বাধ্য হয় চাদের দিকে হাঁটতে। তখনই তিনজন নারী কোনো রকমে পালিয়ে বাঁচেন। তাদের মধ্যে একজন ফালমাতা বুকার।
বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, বন্দুকধারীরা আমাদের ঘিরে ফেলেছিল। তারা গুলি চালাতে চালাতে আমাদের ঝোপের দিকে যেতে বলে। পরে আরও দুজনের সঙ্গে পালিয়ে যান তিনি। স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা অবশ্য জানিয়েছেন, ৫০-এর বেশি নারীকে অপহরণ করা হয়েছে।
ঠিকানা/এনআই



ঠিকানা অনলাইন


