Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

পবিত্র রমজান শুরু হতে পারে ১১ মার্চ

পবিত্র রমজান শুরু হতে পারে ১১ মার্চ
পবিত্র মাহে রমজান অতি সন্নিকটে। যুক্তরাষ্ট্রে আগামী ১১ মার্চ সোমবার রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে ১০ মার্চ দিবাগত রাতে সাহ্রি খেয়ে রোজা রাখতে হবে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানদের। সৌদি আরবের উম্মুল কুরা ক্যালেন্ডারের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্কের মাওলানা ও ইমাম কাজী কাইয়ুম বলেন, আমরা এ পর্যন্ত উম্মুল কুরার ক্যালেন্ডার অনুযায়ী দেখছি, তারা যে দিনক্ষণ গণনা করছে, সে অনুযায়ী বিগত ১০ বছর ধরে তাদের হিসাব ঠিক আছে। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আমরা রোজা রাখি। এবারও রমজানের চাঁদ দেখা সাপেক্ষেই আমরা রোজা রাখব। তার পরও বলব, আমরা যেহেতু বিগত ১০ বছর ধরে সৌদি আরবের উম্মুল কুরা ক্যালেন্ডারটি ফলো করছি এবং দেখে আসছি যে তারা রমজান মাস শুরু ও শেষ, পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ বিভিন্ন ধর্মীয় দিনগুলোর যে দিন ক্যালেন্ডারে উল্লেখ করে, সেগুলো ঠিক থাকে। তাই এটি আমরা অনুসরণ করছি।
এদিকে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র রমজান মাসটি পালন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের মুসলমানরাও পবিত্র রমজান মাসে সিয়াম সাধনা করবেন।
নিউইয়র্কের মাওলানা ও ইমাম কাজী কাইয়ুম বলেন, উম্মুল কুরার ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১০ মার্চ রোববার দিবাগত রাতে সাহ্্রি খেয়ে পরদিন প্রথম রোজা রাখতে হবে। প্রথম সাহ্রির শেষ সময় ভোর ৫টা ৫৩ মিনিট। প্রথম দিনের রোজার ইফতারের সময় সন্ধ্যা সাতটা। ক্যালেন্ডার অনুযায়ী এবার রোজা হবে ৩০টি। সেই হিসাবে ৯ এপ্রিল হবে শেষ রোজা। আগামী ১০ এপ্রিল বুধবার পবিত্র ঈদুল ফিতর উদ্্যাপিত হবে।
জ্যামাইকা মুসলিম সেন্টারের জেনারেল সেক্রেটারি আফতাব উদ্দিন মান্নান বলেন, আমরা ইতিমধ্যে রমজানের সব প্রস্তুতি নিয়েছি। দুজন খ্যাতনামা ব্যক্তিত্ব ও ইমাম আসছেন বিদেশ থেকে। আমাদের হাফেজ ও ইমামরাও আছেন। তারা তারাবির নামাজ পড়াবেন। প্রথম রোজা হবে ১১ মার্চ। ১০ মার্চ রাতে প্রথম তারাবি হবে। নামাজের সময়ে ও ইফতারের সময় মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে পুলিশের সঙ্গেও কথা বলেছি। তারা নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। ইফতারির ব্যবস্থাও করেছি। পার্কিংসহ বিভিন্ন দিক নিশ্চিত করা হয়েছে।
প্রতিবছর ১১ মাস পরপর সকল পাপ থেকে মুক্তির সুযোগ আসে এই পবিত্র রমজান মাসে। রজমান মাস হচ্ছে ইবাদতের মাস। আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের জন্য এই মাসে রহমত নাজিল করেন। এই মাসে ধর্মপ্রাণ মুসলমানরা অন্যান্য মাসের চেয়ে বেশি ইবাদত-বন্দেগি করেন। তারাবির নামাজ আদায় করেন। অনেকেই একসঙ্গে বসে ইফতার ও সাহ্্রি করেন। দানশীল ব্যক্তিরা এই সময়ে বেশি বেশি দান করেন। এই মাসে অন্য মাসের চেয়ে একটি ফরজ আমলের জন্য ৭০টি ফরজের সমান সওয়াব হয়।
ইতিমধ্যে নিউইয়র্কের বিভিন্ন মসজিদের পরিচালনা পরিষদের পক্ষ থেকে তারাবির নামাজের জন্য অতিরিক্ত ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন মসজিদে নারী ও পুরুষদের জন্য আলাদা নামাজ ও ইফতারির ব্যবস্থা করা হয়ে থাকে। বিভিন্ন দানশীল ব্যক্তিরা মসজিদে ইফতারি ও রাতের খাবারের ব্যবস্থা করে থাকেন। আবার কোথাও কোথাও সাহ্্রির ব্যবস্থাও রয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিসহ বিভিন্ন মসজিদে খতমে তারাবির ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে কিছু কিছু মসজিদে তারাবির নামাজ পড়ার জন্য ইমাম নিয়োগ করা হয়েছে। খ্যাতনামা ইমামরা বড় বড় মসজিদে তারাবির নামাজে ইমামতি করে থাকেন।
পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিউইয়র্কের গ্রোসারি স্টোর, হালাল পোল্ট্রি ফার্মগুলো প্রস্তুতি সম্পন্ন করেছে। গ্রোসারিগুলোতে ছোলা, বুট, বেসন, রুহ আফজা, ডালসহ রমজান মাসে বেশি চলে এমন সব পণ্য তোলা হয়েছে। ইতিমধ্যে অনেকেই রমজানের বাজার করা শুরু করেছেন। গ্রোসারিগুলোতে পণ্যের দামও বাড়ছে। তবে পণ্যের সরবরাহ আছে প্রচুর। অনেকে আগেভাগেই রমজানের পণ্য সংগ্রহ করছেন। রেস্টুরেন্টগুলোও বাড়তি পণ্য কিনছে। কারণ প্রতিটি রেস্টুরেন্ট বিপুল পরিমাণে ইফতারি তৈরি করে এবং বিক্রি করে। এ ছাড়া বিভিন্ন ইফতার পার্টিতেও তারা খাবার সরবরাহ করে থাকে। নিউইয়র্কের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনগুলোর পক্ষ থেকে পবিত্র রমজান মাসে ইফতার পার্টি আয়োজনের প্রস্তুতি চলছে। হল বুকিংও চলছে আগেভাগে। অনেক সংগঠন আগে থেকেই ইফতার পার্টির তারিখ ঠিক করে এবং রেস্টুরেন্টে হল বুকিং দিয়ে রাখে। রমজানের সময় নিউইয়র্কের বিভিন্ন রেস্টুরেন্ট ইফতারির মূল্য কম রাখে।

কমেন্ট বক্স