Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

সজাগ সন্তর্পণে

সজাগ সন্তর্পণে
ওই যে সন্ধ্যাবেলা
কানে কানে বলে গেল, -ভালো থেকো বন্ধুবর
বিদায় জানাল সুললিত বাতায়ন
সাকুরার হুইস্কি-ব্রান্ডি, ঢাকা ক্লাবের রকরকে ওয়াইন
ইন্টারকনের আগাম মুচলেকায়
নৃত্যানন্দে, -জেগে ওঠে মিন্টু রোড
এ রামের ভদকার আড়ালে লীন হয়ে যায়,
-কলাবাগানের মামা হালিম
মনে পড়ে, -পুরান ঢাকার অলিগলি
নবাবপুরের গলদা চিংড়ি, হাজির বিরিয়ানির কড়কড়ে স্বাদ,
-আল-নুরের নিহারি আর স্টারের কৈ মাছ
যদিও
বুড়িগঙ্গার তীরে বেহায়া দালানে,-
ঢেকে গ্যাছে পিঙল মাটির ঘর!
তবু
লালবাগ কেল্লা, বাহাদুর শাহ পার্ক,
আহসান মঞ্জিল, -শায়েস্তা খাঁর স্মৃতিচিহ্নে;
আমি জাগরণের স্বপ্ন দেখি...
এদিকে
ঠুমরিগাঁথা পিয়ানো ঝংকারে, -জেগে থাকে নিউইয়র্ক
আবালনৃত্যে ঝংকৃত হয়,-টাইমস স্কয়ার
ব্রায়েন পার্কের গরম কফিতে চুমুক দিয়ে
ক্রিস্টিনা জানায়, -ব্রাজিলের হেরে যাওয়ার কাহিনি!
অন্যদিকে
মানবতার আর্তনাদে পৃথিবী মুহ্যমান
নারী ও শিশুর গলিত লাভায় জ্বলন্ত শ্মশান
এতিম বালিকার কান্নায় মরুভূমিতে পাথর গলে
আগ্রাসীর হিটলারি থাবায়, -রক্তাক্ত ফিলিস্তিন
ধ্বংসের পিশাচি উল্লাসে, -হন্তারকের শকুনছোবলে
নারী ও শিশুর আর্তনাদে, -ছিঁড়ে যায় প্রকৃতির বুক!
বেথলেহেম কাঁদে, জেরুজালেম কাঁদে, -কাঁদে জনপদ
এদিকে,
অযাচিত বিলবোর্ড আর নিয়ন সাইনের
ধাঁধানো ঝংকারে, -নব্য বখাটের উৎপাত দেখে,
মনে হয়,
কোনো কিছুই হাতে নেই-সবকিছুই নিয়ন্ত্রণহীন!
তবু,
বহুদিনের অব্যবহৃত পথে আমি হাঁটি...
হয়তো কোনো নিষ্কম্প বিকেলে, -দেখা হবে রমনায়
বসন্তের নিদাঘ শোভায়, -প্রাণবন্ত বইমেলায়
রঙিন পুস্তকে লেখা হবে, -আমার প্রিয় ঢাকা শহর
অতঃপর,
পুরোনো ভুলের মাশুল দিতে
নিকটতম আঁধারে একগুচ্ছ ফুল হাতে
কে যেন দাঁড়িয়ে আছে, -নিঝুম নিরালায়
হিমস্রোত শিহরণে, মৃদু গন্ধের মুগ্ধতায়
তখন
ঠিকই বুঝতে পারি, -অপরিচিত কেউ নয়
সে যে আমার চেনা
অনেক দিনের চেনা...

কমেন্ট বক্স