Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


বাংলাদেশের আম্পায়ারের বিরুদ্ধে নালিশ করবে শ্রীলঙ্কা

বাংলাদেশের আম্পায়ারের বিরুদ্ধে নালিশ করবে শ্রীলঙ্কা ছবি সংগৃহীত



 
দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। সমতায় ফেরার পর এবার সিরিজ জয়ে চোখ রাখছে স্বাগতিকেরা। অন্যদিকে সৌম্য সরকারের আউট না দেওয়ায় ক্ষুব্ধ হয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের আম্পায়ারের বিরুদ্ধে শ্রীলঙ্কা নালিশ করবে বলে জানা গেছে। 
টি-টোয়েন্টি সিরিজটি কাভার করতে আসা একমাত্র শ্রীলঙ্কান সাংবাদিক দানুশকা অরবিন্দের সিংহলিজ ভাষায় করা প্রশ্নে এমনটাই জানিয়েছেন নাভিদ নওয়াজ। এই সিরিজের দায়িত্বে থাকা আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে তারা এ অভিযোগ করবেন।

ম্যাচ শেষে সৌম্যর আউট নিয়ে শ্রীলঙ্কার প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে লঙ্কানদের সহকারী কোচ নওয়াজ বলেছেন, ‘মাঠ আম্পায়ার আউট দিয়েছিলেন। আমি জানি যে টিভি আম্পায়ারকে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টাতে হলে অকাট্য প্রমাণ লাগবে। এটা পরিষ্কার একটা স্পাইক ছিল। আমরা সবাই এটা বড় পর্দায় দেখেছি। আমরা ম্যাচ রেফারির কাছে বিষয়টি নিয়ে যাব যে আসলে এখানে কী হয়েছে। আমাদের কাছে ফুটেজ আছে, সেটা দিয়ে কোনো কিছু বলা সম্ভব নয়।’

সৌম্য সে সময় আউট হলে ম্যাচের গতিপথ বদলে যাওয়ার সম্ভাবনা থাকত বলে জানিয়েছেন নওয়াজ। লঙ্কানদের সহকারী কোচ বলেছেন, ‘এটা প্রথম উইকেট ছিল। উইকেটটা পেলে আমরা একটা ভালো শুরু করতে পারতাম। এ ধরনের ট্র্যাকে যেকোনো উইকেটই গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশের ব্যাটিংয়ের চতুর্থ ওভারের প্রথম বলে ঘটনাটি ঘটে। বিনুরা ফার্নান্দোর করা চতুর্থ ওভারের ভেতরে ঢোকা প্রথম বলটা পুল করেছিলেন সৌম্য। ব্যাটের নিচ দিয়ে বল পেরিয়ে উইকেটকিপার কুশল মেন্ডিসের হাতে জমা পড়ে। সঙ্গে সঙ্গে লঙ্কানদের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার গাজী সোহেলও দেন আউট।

পরে সৌম্য নেন রিভিউ। রিভিউয়ে স্পাইক দেখা গেলেও সেটা ব্যাটের সঙ্গে বলের কি না, এটা নিয়েই ছিল প্রশ্ন। টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল দিয়েছেন নট আউট। মূলত স্পাইক দেখা গেলেও ব্যাট ও বলের মধ্যে ব্যবধানও (ফাঁকা) দেখা যায়। শব্দটা এসেছে বল ব্যাট অতিক্রম করার পর, এ যুক্তিতে হয়তো টিভি আম্পায়ার সিদ্ধান্ত বদলান। বড় পর্দায় স্পাইক দেখে সৌম্যও গ্লাভস খুলে হাঁটছিলেন ড্রেসিংরুমের দিকে। যদিও আম্পায়ারের সিদ্ধান্ত বদলে আবারও ফিরেছেন উইকেটে।

টিভি আম্পায়ারের নট আউট সংকেত দেখে কিছুটা উত্তেজিত হয়ে ওঠেন লঙ্কান ক্রিকেটাররা। অ্যাঞ্জেলো ম্যাথুস, মেন্ডিস, দাসুন শানাকাদের দেখে মনে হলো, আম্পায়ারের সিদ্ধান্তে বেশ হতাশই তারা। জুড়ে দেন তর্ক। ড্রেসিংরুম থেকে বেরিয়ে শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউড এগিয়ে যান রিজার্ভ আম্পায়ার তানভীর আহমেদের কাছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স