Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

দিল্লিতে পালিত হবে পাকিস্তানের জাতীয় দিবস, নানা জল্পনা

দিল্লিতে পালিত হবে পাকিস্তানের জাতীয় দিবস, নানা জল্পনা
পাকিস্তানে নতুন সরকার ক্ষমতায় আসতেই দুই দেশের মধ্যে শত্রুতা কমানোর চেষ্টা শুরু হয়েছে। আর, এক্ষেত্রে সামনে রাখা হচ্ছে লাহোর প্রস্তাবকে। আপাতত ‘low-key and low-risk’ পদ্ধতিতে দুই দেশের মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা শুরু হয়েছে।
 
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর এক প্রতিবেদনে এসব তথ্য দিয়ে বলা হয়েছেঃ দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি নতুন কিছু নয়। ধর্মভিত্তিকভাবে দেশভাগের পর দুই দেশের মধ্যে বিবাদ স্বাধীনতার পর থেকেই চলছে। তারপর ছিল কোভিড অতিমারি। সেসবের জেরে ভারত এবং পাকিস্তানের মধ্যে যোগাযোগ প্রায় বন্ধই ছিল। এই দুই দেশ যে প্রতিবেশী, সেটা বোঝাই যেন দায় হয়ে পড়েছিল। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছে ইসলামাবাদ। কারণ, পাকিস্তানের আর্থিক পরিস্থিতি বর্তমানে অত্যন্ত খারাপ। সেক্ষেত্রে ভারতের সহযোগিতা পেলে পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারে।

এমনটাই মত পাকিস্তানের নতুন সরকারের। সেকথা মাথায় রেখেই পাকিস্তান এই বছর আবার নতুন দিল্লিতে ‘জাতীয় দিবস’ উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবছর ২৩ মার্চ পাকিস্তানে ‘জাতীয় দিবস’ পালন করা হয়। এই তারিখটি স্থির হয়েছিল ১৯৪০ সালে মুসলিম লীগের লাহোর প্রস্তাবে।
লাহোর প্রস্তাবের ব্যাখ্যায় প্রতিবেদনে বলা হয়ঃ ১৯৪০ সালে পেশ হয়েছিল লাহোর প্রস্তাব। ওই বছর ২২ থেকে ২৪ মার্চ পর্যন্ত, লাহোরে সাধারণ অধিবেশন চলেছিল মুসলিম লীগের। অল-ইন্ডিয়া মুসলিম লীগ সেই প্রস্তাবে ভারতে মুসলমানদের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের আহ্বান জানায়। সেটাই ছিল লাহোর প্রস্তাব। সেই প্রস্তাবের কোথাও ‘পাকিস্তান’ শব্দটি ছিল না। এই প্রস্তাবে মুসলমানদের জন্য একটি থেকে দুটি পৃথক রাষ্ট্রের প্রস্তাব করা হয়েছিল। সেই কারণেই পাকিস্তান ওই দিনকে তার জাতীয় দিবস হিসেবে পালন করে। সেই মতে, ১৯৫৬ সালের এই দিনে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে তার প্রথম সংবিধান গ্রহণ করে। সেই সংবিধান অনুযায়ী পাকিস্তান, ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানে পরিণত হয়েছে। ১৯৬০ থেকে ১৯৬৮ সালের মধ্যে, ‘মিনার-ই-পাকিস্তান’ সেই জায়গায় নির্মিত হয়েছিল যেখানে লাহোর প্রস্তাবটি গৃহীত হয়। সেই প্রস্তাবের পাঠ্য ওই মিনার বা টাওয়ারের গোড়ায় খোদাই করা আছে।

কীভাবে দিল্লিতে পাকিস্তানের জাতীয় দিবস পালিত হবে?

পাকিস্তানের জাতীয় দিবস ২৩ মার্চ বা তার কাছাকাছি সময়ে নয়াদিল্লিতে পাকিস্তানের দূতাবাস ভবনে পালিত হয়। এই অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক এবং ভারতীয়রাও অংশ নেন। সাধারণত, ভারতের একজন ক্যাবিনেট মন্ত্রী বা একজন প্রতিমন্ত্রীকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে উভয় দেশের জাতীয় সংগীত বাজানো হয়। এরপর পাকিস্তানের হাইকমিশনার এবং প্রধান অতিথি বক্তৃতা দেন।

এই বছর ২৮ মার্চ দিল্লিতে পাকিস্তানের ‘জাতীয় দিবস’ পালনের তোড়জোড় করছে বলে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনে দাবি করা হয়।

ঠিকানা/এসআর

 

কমেন্ট বক্স