Thikana News
০৬ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০৬ জুলাই ২০২৪

মাথার ওপর ছাতা

মাথার ওপর ছাতা
সুব্রত চৌধুরী :

বাবার হাতে হাতটি রেখে গুটি গুটি পায়
নদীর পাড়ে খোলা মাঠে খুকু মেলায় যায়।
গাঁয়ের মেলায় সওদা করে আলতা, চুড়ি আর
সাপের খেলায়, পুতুলনাচে সময় করে পার।

বায়োস্কোপে দেখে ছবি গাঁয়ের মেলায় ওই
তিড়িংবিড়িং বানর নাচে রাখবে খুশি কই?
বাবার সাথে নাগরদোলায় চড়ে পায় যে সুখ
হাওয়াই মিঠাই খেয়ে খুকু রঙিন করে মুখ।

মেলার ভিড়ে চ্যাপ্টা চিড়ে ধরে বাবার হাত
লটারিতে জিতে খুকু করে বাজিমাত।
গাঁয়ের মেলা জাদুর খেলা দেখায় জাদুকর
ছুঃ মন্তর ছুঃ সবই হাওয়া ফিরে খানিক পর।

গাঁয়ের মেলায় বাঁশির সুরে নাচে গোখরো সাপ
ফণা দেখে ভয়ে চেঁচায়, ওরে! বাপরে বাপ!
বাবার হাতটা চেপে ধরে ভয়ে লুকায় মুখ
মাথার ওপর ছাতার হাতে ভয় তাড়ানোর সুখ।

কমেন্ট বক্স