ফারজানা ইয়াসমিন :
নিঃসঙ্গতার মাঝে অনুভব করো তোমার হৃৎস্পন্দন,
যেখানে প্রতিনিয়ত দীর্ঘশ্বাসের ঢেউ ভাঙে
মনের পাড়ে গড়ে ওঠা স্বপ্নের নীড়।
তোমার একাকিত্ব তোমাকে শিখিয়ে দিবে
গভীর অন্ধকারে পথ খুঁজে নিতে।
নিজের আঙুলে আঙুল বেঁধে যেতে হবে বহুদূর,
আলো-আঁধারির রহস্যময়তা ফিরে পাবে আপন সুর।
বেলা শেষে সবাই একলা পথের পথিক হবে,
নির্ঘুম রাত কাটে দীর্ঘ পথচলার স্মৃতি রোমন্থনে।