কাজী নাজরিন :
নীলাম্বরী জানো সৈকতে দেখা
সেই প্রথম প্রেমের স্মৃতি আমাকে
আজও রীতিমতো কাঁদায়
প্রথম পরিচয়ে নির্ভয়ে নিশ্চিন্তে বিশ্বাস
করেছিলে।
অষ্টপ্রহর পার করেছি বহুদিন
কিন্তু ভুলতে পারিনি সেই প্রথম স্মৃতি।
নীলাম্বরী তোমার নীল চোখ আর
খোলা চুলের সেই জাদুর স্পর্শ
আজও আমাকে রীতিমতো ভাবায়।
শুনতে কি পাও নীলাম্বরী?
আমার হৃদয়ের স্পন্দন,
হাহাকার ক্রন্দনধ্বনি!