Thikana News
০৩ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

জননী ও জায়া

জননী ও জায়া
সুজন দাশ :

শত যন্ত্রণা বুকে নিয়ে কারা হাসি ধরে রাখে মুখে?
বয়ে নিয়ে যান সংসারতরী আগলাতে পারে দুখে!
গোটা পরিবার কার মুখ চেয়ে নির্ভরতায় হাঁটে, 
সকাল-সন্ধ্যা গাধার মতন বলুন তো কারা খাটে?

আপনার সুখ ভাবে না কখনো সবার সুখটি দেখে,
বুনে যায় কারা সুখের স্বপ্ন আশার কাব্য লেখে?
শক্তি সাহস প্রেরণার জলে ভাসায় সবারে কারা?
সংগ্রাম করে পুরুষের পাশে করুণার ঢালে ধারা!

কার হাত ধরে শিশুর শিক্ষা দেন কারা হাতে খড়ি?
মানবতা গাঙে কারা বেয়ে যান প্রীতি ও প্রেমের তরী!
জন্মদাত্রী নন শুধু তারা শিক্ষার কারিগর,
শেখান কর্ম ভালো আচরণ সামলান যত ঝড়!

নিষ্ঠা দরদে শাসন আর স্নেহে অনুভূতি মালা গাঁথে,
মূল্যবোধের শরীরের পরে আশার শয্যা পাতে।
বলুন তো তারা কোনখানে থাকে কোন আলোকের সাথি?
পিদিমের মতো জ্বলে টিমটিম টুটায় আঁধার রাতি?

তারা আমাদের জননী ও জায়া ভগ্নি ও সহোদরা,
তাদের দরদে ধুয়ে যায় গ্লানি অন্তরে মুছে খরা!
বিরুদ্ধে তার লাগে শুধু পশু বর্বর আছে যারা,
বলি না ওদের মানুষ কখনো জঘন্য পথহারা!
 

কমেন্ট বক্স