Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

এক ডজন মধুছন্দ

এক ডজন মধুছন্দ
মধুছন্দ-১
বই হোক বন্ধু
প্রিয়া হোক ফুল,
জীবনের মানে বুঝতে
এ দুটিই মূল ॥

মধুছন্দ-২
বন্ধুবান্ধব আপনজন
আর ভালোবাসা,
স্বার্থের প্রয়োজনে
করে যাওয়া-আসা ॥

মধুছন্দ-৩
স্বভাবে অভাব আনে
কর্মহীনের মাঝে,
সুখ-সমৃদ্ধি আনে
নিরলস কাজে ॥

মধুছন্দ-৪
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান
সকল ধর্মে তাই,
সবার ওপর মানব ধর্ম
তার ওপরে নাই ॥

মধুছন্দ-৫
ভালো লাগা ও ভালোবাসা
এক কথা নয়,
ভালো লাগা থেকেই প্রেম
ভালোবাসা হয় ॥

মধুছন্দ-৬
বাড়ির শোভা বাগবাগিচা
ঘরের শোভা নারী,
অঙ্গের শোভা বেশভূষা
পথের শোভা গাড়ি ॥

মধুছন্দ-৭
ফলে নত ফলন্ত গাছ
গুণে গুণীজন,
হয় না নত নিষ্ফলা গাছ
মূর্খ-দুর্জন ॥

মধুছন্দ-৮
পরীক্ষার শেষে আসে
ফলাফলের পালা,
কেহ পায় ডিম আর
কেহ পায় মালা ॥

মধুছন্দ-৯
গুরুমশাই দক্ষিণা
সবখানে খান,
শিষ্যরাও এর থেকে
আশীর্বাদ পান ॥

মধুছন্দ-১০
কর্মচারী পান কত
বেতন ও ভাতা,
সরকার খুলে দেখে
আয়কর খাতা ॥

মধুছন্দ-১১
ওয়েটার, ঝি-চাকর
বকশিশ চায়,
ঘটকরা দু-দলেই
ঘটকালি খায় ॥

মধুছন্দ-১২
জর্দা-তামাক-হুঁকো-পাইপ
সিগারেট ও বিড়ি,
ধূমপানেরই ভিন্ন রূপ
প্রাণনাশের সিঁড়ি ॥

কমেন্ট বক্স