Thikana News
২১ সেপ্টেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

দূতাবাস চালু করল আরব আমিরাত-কাতার

দূতাবাস চালু করল আরব আমিরাত-কাতার ছবি : সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাত ও কাতার নিজেদের মধ্যে পুনরায় দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘ ছয় বছরের কূটনৈতিক বিরোধের অবসান ঘটল দেশ দুটির। ১৯ জুন (সোমবার) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদামাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দেশ দুটি এ সংক্রান্ত বিবৃতি দিয়ে বলেছে, আবু ধাবিতে কাতারের দূতাবাস এবং দুবাইয়ে কাতার কনস্যুলেট এবং এর পাশাপাশি দোহার আমিরাত দূতাবাস পুনরায় কার্যক্রম চালু করেছে। তবে দূতাবাসগুলোতে রাষ্ট্রদূতরা অবস্থান করছেন কি না কিংবা মিশনগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে কি না- তা বিবৃতিতে স্পষ্ট করা হয়নি।

এদিকে কাতার জানিয়েছে, দুই দেশের দুই পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে একে অন্যের সঙ্গে আলাপ করেছেন এবং কূটনৈতিক মিশন চালু হওয়ায় একে অন্যকে অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম এক বিবৃতিতে বলেছে, সংযুক্ত আরব আমিরাত ও কাতার উভয় দেশ নিজেদের মধ্যে কূটনৈতিক প্রতিনিধিত্ব পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে।

২০১৭ সালে সৌদি আরব, বাহরাইন ও মিশরের সঙ্গে মিলে সংযুক্ত আরব আমিরাত বয়কট করে কাতারকে। তখন দেশটির ওপর জঙ্গি গোষ্ঠীকে সমর্থন এবং ইরানের অতি ঘনিষ্ঠ হওয়ার দোষ চাপিয়ে তারা। কাতার দৃঢ়ভাবে সব অভিযোগ অস্বীকার করেছে। ২০২১ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ওই বয়কট তুলে নেওয়া হয়।


ঠিকানা/এম

কমেন্ট বক্স